ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

অ্যাওয়ার্ড পেলেন এনায়েত উল্ল্যাহ সৈয়দ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
অ্যাওয়ার্ড পেলেন এনায়েত উল্ল্যাহ সৈয়দ

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪ এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন এনায়েত উল্ল্যাহ সৈয়দ (শিপুল সৈয়দ)। যিনি সংস্কৃতি অঙ্গনে শিপুল সৈয়দ নামে সুপরিচিত।

মঙ্গলবার বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডের ১২তম আসর অনুষ্ঠিত হয়।

বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’য় জমকালো আয়োজনের মাধ্যমে শিপুল সৈয়দকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।  

এ সময়এনায়েত উল্ল্যাহ সৈয়দের হাতে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানসূচক পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান আলোচক সংস্কৃতিজন পীরজাদা শহীদুল হারুন ও সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রফেসর ড. মু. নজরুল ইসলাম তামিজী, সভাপতিত্ব করেন শফিকুর রহমান।  

সম্মাননা প্রসঙ্গে এনায়েত উল্ল্যাহ সৈয়দ বলেন, একজন অভিনেতা হিসেবে আমার প্রয়াস থাকে সমাজ বদলে মানুষের মননশীলতার পরিবর্তন ঘটানো। দর্শকের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়ে নাটকের মাধ্যমে আনন্দের সঙ্গে কিছু ম্যাসেজও দেওয়ার চেষ্টা করি। আমার কর্মের কারণে যদি সমাজের ক্ষুদ্রাংশ জনগোষ্টিও পরিবর্তন হয়, সেটাই আমার স্বার্থকতা।

শিপুল সৈয়দ অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো- গ্রহণকাল, ঘুণপোকা, তারপর পারুলের দিন, ঈদের ডায়েরি, এ্যাংগেজমেন্ট, ট্রানজিস্টার। ধারাবাহিক নাটক- ভেলকি, দক্ষিণায়নের দিন, পরিবার ও একটি কোম্পানি, পিতা বনাম পুত্র গং, বড় মিয়া ছোট মিয়া, শুধুই তোমার জন্য, প্রতিদ্বন্দ্বী, বসের চেয়ার, নাটবল্টু, সুলতান সুলেমান এখন বাংলায় ইত্যাদি।    

উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে থিয়েটার বর্ণচোরা নাট্যগোষ্ঠী (চাঁদপুর)-র মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু হয় শিপুল সৈয়দের। পরবর্তীতে ঢাকার নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও বর্তমানে টেলিভিশন নাটক ও সিনেমায় নিয়মিত মুখ তিনি।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।