নতুন সিনেমায় দেখা যাবে ভারতের পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। নাম ‘স্বার্থপর’।
এতে দেখা মিলবে কোয়েল মল্লিককেও। এর মাধ্যমে ১৬ বছর পর একসঙ্গে দেখা মিলবে বাবা-মেয়েকে।
জানা গেছে, একজন ‘আইনজীবী’র চরিত্রে অভিনয় করবেন রঞ্জিত মল্লিক। সিনেমার নায়িকা কোয়েল মল্লিককে আইনি পরামর্শ দিয়ে আগলাবেন এবার তিনি।
পর্দায় রঞ্জিত মল্লিকের চেনা গণ্ডি রয়েছে, যা দেখে অভ্যস্থ তার দর্শকরা। এত দিনের চেনা চরিত্র ছেড়ে ‘আইনজীবী’র চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার কারণেই দীর্ঘদিন পর অভিনয় করছেন? উত্তর দিতে গিয়ে আক্ষেপ শোনা গেল এই অভিনেতার কণ্ঠে।
রঞ্জিত মল্লিক বলেন, এখন অনেক বাংলা সিনেমা তৈরি হচ্ছে। ভালো ব্যবসাও করছে। কিন্তু সেই সব সিনেমাতে বাঙালিয়ানা কোথায়!
যোগ করে কিংবদন্তি এই অভিনেতা বলেন, ‘স্বার্থপর’ সিনেমা অনেক দিন পর সেই স্বাদ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার সময়ে যে ধরনের বাংলা সিনেমা হতো। বাঙালির অন্দরমহলের নিটোল গল্প থাকত সেখানে।
সঙ্গে আরও জানালেন, গল্প যে খুব অজানা, তেমনটা নয়। কিন্তু ভাই-বোনের আইনি ঝঞ্ঝাট পর্দায় এর আগে সেভাবে দেখানো হয়নি।
সিনেমাতে অভিনয় করতে করতে এ কথাও বুঝেছেন, ভাই-বোনের মধ্যে আইনি জটিলতা তৈরি হলে সেটা কতখানি মর্মান্তিক! বোনেরা ভাইফোঁটায় ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন। তাদের যখন আদালতের দ্বারস্থ হতে হয় তখন সেই যন্ত্রণা বলে বোঝানোর নয়, উপলব্ধি রঞ্জিত মল্লিকের।
এই উপলব্ধি থেকে সৃষ্টিকর্তার কাছে তার প্রার্থনা এমন, বিশ্বের সমস্ত ভাই-বোন যেন ভালো থাকেন। পরস্পরের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাসকে আঁকড়ে ধরে।
এনএটি