ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন আরমান মালিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
বিয়ে করলেন আরমান মালিক

নতুন বছরের শুরুতেই বিয়ে করলেন জনপ্রিয় বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন ২৯ বছর বয়সী গায়ক।

সামাজিকমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই সুখবরটি জানিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে আরমান লেখেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)’।

২০২৩ সালের আগস্ট মাসে বাগদান সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়েতেও সেই ধারা বজায় থাকল। দিনের আলোয় পালিত হলো বিবাহ অনুষ্ঠান।

ছবিতেই দেখা গেছে, এক চিলতে রোদের আলো ও ফুলের পাঁপড়ির ছোঁয়ায় চারহাত এক করলেন তারা। সাবেকী সাজে বর-কণে সেজেছিলেন আরমান-আশনা। গায়কের পরনে ছিল পিচ রঙের শেরওয়ানি এবং আশনা পরেছিলেন কমলা রঙের লেহঙ্গা ও মানানসই পান্নাখচিত গয়না। বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের পরিবার ও ঘনিষ্ঠজনরা।

প্রসঙ্গত, আরমান মালিক স্ত্রী আশনা শ্রফ একজন ভারতীয় ফ্যাশন এবং বিউটি ব্লগার এবং ইউটিউবার। তিনি কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার ২০২৩ নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।