ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

নতুন পরিকল্পনায় আতিক হাসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
নতুন পরিকল্পনায় আতিক হাসান আতিক হাসান

‘মাধবী কী ছিলো গো ভুল’, ‘যখন শুধু মনে পড়ে তোমাকে’, ‘বোঝোনি ভুল করে কোনদিনই আমাকে’ গানগুলো এক সময় বেশ জনপ্রিয় হয়েছিলো। গানগুলোর শিল্পী ছিলেন আতিক হাসান।

২০০২ সালে যাত্রা শুরু করে ১৪টি একক প্রকাশ করেছিলেন তিনি। এরপর কাজ কমিয়ে দেন।  

অডিও-সিডি যুগে তার গান মানে শ্রোতাদের কাছে ছিল ভিন্ন স্বাধ। ডিজিটাল যুগে এসেও তিনি প্রকাশ করেন গান। তবে সেটি সংখ্যায় বেশি নয়। তবে এবার নতুন পরিকল্পনার কথা জানালেন এ তারকা। নতুন বছরে একাধিক গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ইতোমধ্যেই নতুন গানের কাজও শুরু করেছেন এ গায়ক। আতিক হাসান বলেন, নতুন বছরে আবারও আমার শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিতে চাই। অনেক দিন স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু এবার স্টেজ শোর পাশাপাশি নতুন কয়েকটি গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। দেশের পরিস্থিতি ঠিক থাকলে খুব শিগগিরই শ্রোতারা আমার নতুন গান শুনতে পাবেন।

অডিও গানের বাইরে প্লেব্যাকেও পাওয়া গেছে আতিক হাসানকে। সিনেমায় তিনি প্রথম প্লে-ব্যাক করেন ডি এইচ বাদল খান পরিচালিত ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমিক ডাকাত’ সিনেমায়। তার গাওয়া গানটি নায়ক রুবেলের লিপে দর্শক বেশ উপভোগ করেছিলেন। ৫০টির বেশি সিনেমায় গান করেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।