ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

স্থগিত হওয়া পরিচালক সমিতির নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
স্থগিত হওয়া পরিচালক সমিতির নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। এর আগে গেল ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হঠাৎ করে তা স্থগিত করেন সংশ্লিষ্টরা।

এবার সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১০ জানুয়ারি।

এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান আবদুল লতিফ বাচ্চু। তিনি বলেন, শুক্রবার ‌(১০ জানুয়ারি) ভোট হবে। আশা করছি, সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে পারব।

এর আগে নির্বাচন এফডিসিতে হবে নাকি বাইরে কোথাও অনুষ্ঠিত হবে, এ নিয়ে জটিলতার সৃষ্টি হয়। তবে জানা গেছে, এবারের নির্বাচন এফডিসির ভেতর নয়, প্রথমবারের মতো বাইরে কোথাও অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে স্থান এখনো চূড়ান্ত হয়নি।

চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু। কমিশনে সদস্য হিসেবে রয়েছেন এ জে রানা ও বি এইচ নিশান।

এবারের নির্বাচনে দুটি পৃথক প্যানেলের মধ্যে নির্বাাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদপ্রার্থী ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন- আবুল খায়ের বুলবুল (সহসভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), তরিকুল ইসলাম ভুইয়া সাইমন তারিক  (কোষাধক্ষ), আব্দুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এসডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

এছাড়া এই প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন যথাক্রমে- শাহ আলম কিরণ, ইফতেখার জাহান, মোস্তাফিজুর রহমান বাবু, বজলুর রাশেদ চৌধুরী, বদিউল আলম খোকন (সাবেক দুই বারের মহাসচিব), গাজী মাহাবুব, আনোয়ার সিরাজী, দেওয়ান নাজমুল, জয়নাল আবেদীন এবং আতিকুর রহমান লাভলু।

অপরদিকে চলতি দায়িয়েত্ব থাকা টানা দুইবারের মহাসচিব শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবির টুটলকে সঙ্গে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

এই প্যানেলে কার্যকরী সদস্যপদে প্রার্থী হয়েছেন- প্রবীণ পরিচালক সাঈদুর রহমান সাঈদ, বিখ্যাত কাহিনীকার ছটুক আহমেদ, জাকির হোসেন রাজু, শাহাদৎ হোসেন লিটন, পল্লী মালেক, মো. জয়নুল আবেদীন, হাবিবুল ইসলাম হাবিব, এখলাস আবেদিন এবং ডা. বুলবুল বিশ্বাস।

এছাড়া আব্দুল আওয়াল পিন্টু স্বতন্ত্রভাবে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে হালনাগাদ ভোটার সংখ্যা ৩৯৬ জন থাকলেও সম্প্রতি চার নির্মাতার মৃত্যুতে এ সংখ্যা কমে ৩৯২ জনে নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।