ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে গেলেন দীঘি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে গেলেন দীঘি প্রার্থনা ফারদিন দীঘি

হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে গেলেন ঢাকাই সিনেমার এই সময়ের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। বিষয়টি সামাজিকমাধ্যমে জানিয়েছেন দীঘি নিজেই।

দীঘির পোস্ট অনুযায়ী মধ্যরাতে ঢাকা ছেড়েছেন তিনি। তবে কেন যুক্তরাষ্ট্রে গেলেন এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দীঘির যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে শোবিজ মহলে নানা রকম কথা শোনা যাচ্ছে।

একটি সূত্র বলছে, দীঘি নিউ ইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। ওই অনুষ্ঠানের পরেই দেশে ফিরবেন তিনি। আরেকটি সূত্র বলছে, ছুটি কাটানোর জন্য তার এই সফর।  

এদিকে নিজের ফেসবুক হ্যান্ডেলে ভ্রমণকালীন একটি ছবি পোস্ট করেছেন দীঘি। ওই ছবিতে তার হাতে একটি বই দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখেন, অনুমান করতে পারো কে তার স্বপ্নে বাস করে? আলহামদুলিল্লাহ।  

শিশুশিল্পী হিসেবে শোবিজে নাম লিখিয়ে জনপ্রিয়তা পান দীঘি। বর্তমানে পুরোদস্তুর নায়িকা তিনি। সবশেষ ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমায় দেখা গেছে দীঘিকে। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। এতে দীঘির বিপরীতে দেখা গেছে ছোট পর্দার অভিনেতা সৈয়দ জামান শাওনকে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।