শ্রোতাদের কাছে সংগীতের অন্যতম জনপ্রিয় নাম হাবিব ওয়াহিদ। বছরজুড়েই সংগীত নিয়ে ব্যস্ততা থাকে তার।
আসছে ১৩ ফেব্রুয়ারি সাগরের মাঝে প্রমোদতরীতে ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ শিরোনামের কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল এই গায়কের। যেখানে হাবিবের সংগীত উপভোগ করতে সর্বোচ্চ টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছিল নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই টাকা।
সামাজিকমাধ্যমে এ কনসার্ট নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণাও ছিল লক্ষ্য করার মতো। কিন্তু হঠাৎ কনসার্টটি স্থগিত বলে ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। পরবর্তী তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।
বরেন্দ্রস্ ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে শনিবার (০১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলা হয়, প্রিয় অতিথি, আমরা অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ স্থগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা শিগগিরই নতুন সম্ভাব্য তারিখটি জানিয়ে দেব।
এর আগে ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ কনসার্ট নিয়ে হাবিব ওয়াহিদ বলেছিলেন, ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে আমার প্রতি বছরই ব্যস্ততা থাকে। এ সময় দেশের বাইরেও শো করেছি এর আগে। তবে এবার একটা ভিন্নরকম অভিজ্ঞতা হতে যাচ্ছে। গভীর সাগরে ভরা পূর্ণিমায় গানে ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুনকে বরণ করা হবে, যা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এদিন আমি ছাড়া আরও কিছু শিল্পী থাকবেন।
এদিকে আয়োজক প্রতিষ্ঠান বরেন্দ্রস্ ইভেন্ট জানিয়েছিল, বিলাসবহুল বে-ওয়ান জাহাজে চড়ে এক অবিস্মরণীয় যাত্রার প্রস্তুতি নিন! এই বিশেষ দুই দিনের ভ্রমণে থাকছে প্রাকৃতিক সৌন্দর্য, হাবিব ওয়াহিদের লাইভ কনসার্ট এবং বিনোদনে ভরপুর আয়োজন। সূর্যাস্তের মোহনীয় দৃশ্য, লাইভ কনসার্ট, সুস্বাদু খাবার, আর গভীর সমুদ্রে পূর্ণিমার আলো দেখার সুযোগ- সবকিছু মিলিয়ে এটি হবে এক দারুণ অভিজ্ঞতা। পার্টি অন বেই-ওয়ান আপনাকে দেবে অ্যাডভেঞ্চার ও আরামের সেরা মিশ্রণ, সঙ্গে বিশ্বমানের নিরাপত্তা ও বিনোদন।
এদিকে হাবিব এখন প্লেব্যাক, দ্বৈত ও জিঙ্গেল নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে হাবিব নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তরুণ শিল্পী অন্তরা কথার সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘ভাবিনি কখনো’। এই গানটিও বেশ সাড়া ফেলেছে। প্রকাশের অপেক্ষায় তার আরও একটি গান রয়েছে। যার শিরোনাম এখনো ঠিক হয়নি।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
এনএটি