বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘জিগরা’। ভাসন বালা পরিচালিত এই সিনেমা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সিনেমহলে।
আগেই পরিচালক প্রতিক্রিয়া জানিয়েছিলেন সিনেমার বক্স অফিসে ব্যর্থতা নিয়ে। তার দাবি ছিল, বক্স অফিসে সিনেমাকে সফল করা তার দায়িত্বের মধ্যে পড়ে। কোথায় গলদ রয়ে গিয়েছিল তা বিশ্লেষণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন তিনি। এবার সিনেমাটি নিয়ে মুখ খুললেন আলিয়া।
২০২৪ সালের অক্টোবরে মুক্তি পায় ‘জিগরা’। মূলত এক ভাইবোনের কাহিনি নিয়ে এগিয়ে গিয়েছিল সিনেমার গল্প। দিদির চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। বেদাঙ্গ রায়না ছিলেন আলিয়ার ভাইয়ের চরিত্রে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, তার স্বপ্ন কী? জবাবে আলিয়া জানান, অভিনয় নিয়ে তার স্বপ্নের কোনও শেষ নেই।
অভিনেত্রী বলেন, আমার মনে হয়, অভিনয় করে আমি কখনও তৃপ্তি পাই না। আর আমার এই ভাবনাটা ভালোই লাগে। গত বছর আমার একটা সিনেমা একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি। এই ঘটনাটাই আমাকে শক্তি জুগিয়েছে যে আরও ভালো কাজ করতে হবে।
আলিয়া চান বার বার চেষ্টা করে যেতে। তিনি স্পষ্ট বলেন, এই ধরনের ব্যর্থতা তাকে আরও উৎসাহী করে তোলে। আর এটাই তার পেশাদারিত্বের স্বপ্ন।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এনএটি