ঈদ উপলক্ষে এরইমধ্যে আকাশ সেনের সুর ও সংগীতে প্রকাশ হয়েছে বালাম এবং ন্যান্সির কণ্ঠে ‘মায়া মায়া লাগে’ শিরোনামের একটি গান। এবার আকাশ সেনের কণ্ঠে আসছে ‘বেসামাল মন’ শিরোনামের একটি মিউজিক ভিডিও।
এতে আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।
মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সামির আহমেদ রাজ ও সুমাইয়া রিমু। এটি পরিচালনা করেছেন এম এইচ রিজভী। এস আর এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে সোমববার মিউজিক ভিডিওটি প্রকাশ হবে।
গানটি প্রসঙ্গে আকাশ সেন বলেন, ঈদে শ্রোতারা যে ধরনের রোমান্টিক কথা মালার গান শুনতে পছন্দ করেন এটি তেমন বলতে পারি। রোমান্টিক কিছু কথার সঙ্গে রেজওয়ান দারুণ সুর করেছেন। ঈদে আমার অন্য গানগুলোর মতো এটি শ্রোতাদের ভালো লাগবে আশা করছি।
সানজিদা রিমি বলেন, আকাশ সেন ভাইয়ার সঙ্গে পর পর কয়েকটি গান করেছি। তবে এটি পুরো রোমান্টিক প্রেমের একটি গান। গানের চিত্রায়নও দারুণ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ২৩, ২০২৫
এনএটি