দেশের আলোচিত তারকা দম্পতি মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। বিয়ের পর এই প্রথম ঈদ করছেন তারা।
চাঁদরাতে ফেসবুকে একসঙ্গে ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। জানা গেছে, ঈদে তাদের বিশেষ পরিকল্পনা না থাকলেও, নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব।
সম্প্রতি সংবাদ সম্মেলনে ঈদ পরিকল্পনা প্রসঙ্গে মেহজাবীন বলেন, এবারের ঈদটা আমাদের জন্য একটু অন্যরকম হতে যাচ্ছে। কারণ, আমরা দুই পরিবার একসঙ্গে ঈদ উদযাপন করবো। যদিও আলাদা কোনো আয়োজন করিনি, তবু এই নতুন অভিজ্ঞতার জন্য আমি বেশ উচ্ছ্বসিত।
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, ঈদের দিন সবাই একসঙ্গে থাকব, একে অপরের সঙ্গে সময় কাটাবো- এটাই সবচেয়ে বড় আনন্দ।
অন্যদিকে, নির্মাতা আদনান আল রাজীবের কথায়ও ফুটে উঠেছে পারিবারিক উষ্ণতার ছোঁয়া। তিনি বলেন, পরিবার পাশে থাকলে সবসময় ভালো লাগে। যখন আমার আড্ডা হয় তখন আমার কাছে মালাইকাকে আলাদা কোনো শালিকা মনে হয় না। আমরা একজন আরেকজনকে অনেকদিন থেকে চিনি। আমরা ইতোমধ্যে একটা পরিবারের মধ্যে আছি।
চলতি বছর ভালোবাসা দিবসে বিয়ে করেছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। এর আগে তারা প্রেম করছেন দীর্ঘদিন। তবে প্রেম নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এনএটি