ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

সম্মাননা পেলেন দিলারা জামান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, এপ্রিল ১৫, ২০২৫
সম্মাননা পেলেন দিলারা জামান 

বয়স তার কাছে একটি সংখ্যা মাত্র। গুণী এই অভিনেত্রী মাঝেমধ্যেই নতুন নতুন লুক এবং মেকআপে চমকে দেন।

তিনি বড় ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান।

ছোট পর্দায় হুমায়ূন আহমেদের ‘এইসব দিনরাত্রি’ ধারাবাহিকে যেমন ব্যাপক জনপ্রিয়তা পান তেমনি ‘চন্দ্রগ্রহণ’ সিনেমাতে অভিনয় করে লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা।  

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে খ্যাতিমান এই অভিনেত্রীকে স্মারক সম্মাননা প্রদান করলো বৈশাখী টেলিভিশন। অভিনেত্রী দিলারা জামানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।

এ সম্মানপ্রাপ্তিতে দিলারা জামান আবেগাপ্লুত হয়ে পড়েন। তাকে এ সম্মান প্রদান করায় বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।  

পহেলা বৈশাখের সকালর বর্ষবরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের বিভাগীয় প্রধানগণ। বর্ষবরণ অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদককে উত্তরীয় পরিয়ে সম্মানীত করা হয়।

সকাল থেকে শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নানা ফান, গান, পাপেট শো, পালা গান, মুড়িমুখরি আর পান্তা আয়োজনে উৎসবমুখর থাকে বৈশাখী টেলিভিশন কার্যালয়। সংগীত পরিবেশন করেন লামিয়া ঐশ্বর্য, পাখি বাউলিয়ানা, নুসরাত সাথী, ইসফাত আরা রনি, বাউল গরীব মোক্তার, এম আর মানিক, রনি আহমেদ ও বৈশাখী’র গানের দল।

পহেলা বৈশাখেই আত্মপ্রকাশ ঘটে বৈশাখী’র গানের দলের। এ গানের দলের মূল ভোকাল বৈশাখী টেলিভিশনের ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান গান গেয়ে উপস্থিত সকলকে মাতোয়ারা করে রাখেন। ফান শো তে অংশ নেন নাট্য পরিচালক রোমান রুনি, পাপেট শো-ভেন্ট্রিলোকুইজাম প্রদর্শন করেন স্বপ্নীল সোহেল। সবশেষে ছিল পালা গান ‘অরবলা সুন্দরী’। বৈশাখী টেলিভিশনে অনুষ্ঠান বিভাগে কর্মরত আনু মোহাম্মদের পরিবেশনায় এ পালা গানে অংশ নেন সৌজন্য অধিকারী, রজব আলী, রিফাত বিন কাউসার, শাহীনূর রহমান ও বাউল গরীব মোক্তার।   

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।