ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

বিনোদন

ফের প্রেমে পড়লেন হানি সিং!

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
ফের প্রেমে পড়লেন হানি সিং! হানি সিং।

ফের প্রেমে পড়েছেন হানি সিং। একাধিক বার তার নাম জড়িয়েছে নানা বিতর্কে।

কখনো মাদক, কখনো বা তার গানের কথা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু এসব বাদ দিয়ে এবার তিনি প্রেমের জন্য আলোচনায় উঠে এলেন।

প্রেমিকার জন্মদিনে কেক কাটা পর্ব চলছে। তার পাশে দাঁড়িয়ে জন্মদিন উদযাপনে যোগ দিয়েছেন র‌্যাপার। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে হানির প্রেম নিয়ে। কিন্তু কে সেই প্রেমিকা? জানা গেছে এই নারী আসলে মিশরের এক মডেল। তার নাম এমা বাকর।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হানি নিজেই জন্মদিনের একটি ভিডিও শেয়ার নেন। সেখানে দেখা যায়, এমার জন্য এক বিলাসবহুল রেস্তোরাঁয় বিশেষ চমকের আয়োজন করেছেন হানি। কেক কাটার পরে নিজের বাহুডোরে এমাকে আগলে নেন হানি। দুজনের রসায়ন দেখে হানির অনুরাগীরা নিশ্চিত প্রেমেই পড়েছেন র‌্যাপার। রেস্তোরাঁতেও পাশাপাশি বসেছিলেন দুজনে।  

এর আগে শালিনী তলওয়ারকে বিয়ে করেছিলেন ছিলেন হানি সিং। টানা ১১ বছর সংসারের পর ২০২২ সালে তারা বিচ্ছেদের পথে হাঁটেন। তার পরে অভিনেত্রী টিনা থাদানির সঙ্গে সম্পর্কে ছিলেন হানি। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। এখানেই শেষ নয়। ২০২৪ সালে অভিনেত্রী হীরা সোহালের সঙ্গে তার নাম জড়ায়। যদিও সেই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তারা কেউই।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।