ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

পহেলগাঁওয়ে হামলার ঘটনায় যা বললেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, এপ্রিল ২৩, ২০২৫
পহেলগাঁওয়ে হামলার ঘটনায় যা বললেন শাহরুখ

কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার (২২শে এপ্রিল) সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। ঘটনায় ইতোমধ্যেই সোচ্চার হয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেতারা।

অক্ষয় কুমার থেকে ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, কারিনা কাপুর হ আরও অনেকেই শোক প্রকাশ করেছেন এবং বিচারের দাবি তুলেছেন। পহেলগাঁওয়ে এই হামলায় এবার সামাজিকমাধ্যমে সরব হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে শাহরুখ খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, পহেলগাঁওয়ে যে বিশ্বাসঘাতকতা, অমানবিক ও হিংসাত্মক ঘটনা ঘটেছে, তাতে দুঃখ ও ক্ষোভ প্রকাশের ভাষা নেই।

বলিউডের এই নায়ক আরও লেখেন, এই কঠিন সময়ে, শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানাই। এই পরিস্থিতিতে আমরা যেন একটি জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকি, শক্তিশালী হই এবং এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ন্যায়বিচার পাই।

এদিকে, বর্তমানে আসন্ন সিনেমা ‘কিং’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান। অন্যদিকে শোনা যাচ্ছে, প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।