ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

সেই গৃহকর্মীর নামে পরীমণির পাল্টা মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, এপ্রিল ২৩, ২০২৫
সেই গৃহকর্মীর নামে পরীমণির পাল্টা মামলা

মেকাআপ রুম থেকে মাদক সেবন করে এসে গৃহকর্মীকে মারধরের অভিযোগে চিত্রনায়িকা পরীমণির নামে মামলা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে এ মামলা করেন।

এবার মানহানিকর ও কুৎসা রটনার অভিযোগে সাবেক ওই গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন পরীমণি। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক নুরে আলমের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

আদালত পরীমণির জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নেন এবং তদন্ত করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া এ তথ্য জানিয়েছেন।

মামলার আবেদনে পরীমণি উল্লেখ করেন, গৃহকর্মী পিংকি তার ব্যক্তিগত জীবনের তথ্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিকমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। এতে পরীমণির ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। এমন কর্মকাণ্ড তার প্রতি জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করেছে বলে অভিযোগ করা হয়েছে।

সূত্র মতে, পিংকি আক্তার কিছুদিন আগে একটি ভিডিও বার্তায় পরীমণির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন, যা সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে, পাল্টাপাল্টি মামলার বিষয়ে পরীমণি বা পিংকি আক্তারের সরাসরি কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এনএটি 

আরও পড়ুুন <<<মাদক সেবন করে মারধর, পরীমণির নামে গৃহকর্মীর মামলা>>> 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।