ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিনোদন

কেন পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেন আদনান সামি?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৫:২৪ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
কেন পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেন আদনান সামি?

জনপ্রিয় গায়ক আদনান সামি। জন্মসূত্রে পাকিস্তানি হলেও বর্তমানে ভারতের নাগরিকত্ব নিয়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাস করছেন।

কিন্তু পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেন আদনান?

পাকিস্তানের সাবেক এক মন্ত্রীর সঙ্গে বাক্‌যুদ্ধে জড়িয়েছেন আদনান সামি। পহেলগাঁও কাণ্ডের পর ভারতের কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, ২৬ এপ্রিলের মধ্যে পাকিস্তানিদেরকে দেশ ছাড়তে হবে। এর পরেই পাকিস্তানের সাবেক ওই মন্ত্রী প্রশ্ন তোলেন, আদনান সামি কি ভারতেই থেকে যাবেন?

জন্মগত ভাবে পাকিস্তানের মানুষ হলেও আদনান ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। ২০২২ সালে সমাজিকমাধ্যমে প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেছিলেন আদনান। ভারতকে কেন ভালবাসেন, তাও জানিয়েছিলেন গায়ক।

আদনান লিখেছিলেন, মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে, কেন আমি পাকিস্তানকে পছন্দ করি না। সত্যিই বলছি, পাকিস্তানের যে সব মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, তাদের ওপর আমার রাগ নেই। আমাকে যারা ভালবাসেন, তাদের সকলকে আমি ভালোবাসি।

পাকিস্তান ছেড়ে আসার প্রসঙ্গে আদনান লিখেছিলেন, আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে। যারা আমাকে চেনেন, তারা জানবেন, এই সরকার আমার সঙ্গে কী করেছে! পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ।

কিন্তু পাকিস্তান সরকার ঠিক কী করেছিল আদনানের সঙ্গে? এই গায়ক লিখেছিলেন, এক দিন আমি সব ফাঁস করে দেব। জানিয়ে দেব, ওরা আমার সঙ্গে কী কী করেছে। অধিকাংশ মানুষই তা জানে না। সাধারণ মানুষ শুনলে চমকে যাবে। বহু বছর আমি নীরব থেকেছি। কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব।

২০১৫ সালের জুন মাসে আদনান সামির পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হয়। এরপর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাগরিকত্বের জন্য আবেদন করেন আদনান। দীর্ঘ দিন ভারতে ছিলেন তিনি। তাই সহজেই দেশটির নাগরিকত্ব পেয়েছিলেন তিনি। সেই বছরের ডিসেম্বরে তিনি ভারতের নাগরিকত্ব পান।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এনএটি

বাংলাদেশ সময়: ৫:২৪ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।