ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

শুটিংয়ে সাহায্যকারী মানুষকে শ্রদ্ধা জানালেন শাকিব খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, মে ১, ২০২৫
শুটিংয়ে সাহায্যকারী মানুষকে শ্রদ্ধা জানালেন শাকিব খান

আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি উপলক্ষে শুটিংয়ে সাহায্যকারী মানুষকে শ্রদ্ধা জানালেন ঢাকাই সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান।

সামাজিকমাধ্যমে এক পোস্টে এই নায়ক জানান, পর্দার সামনে না থাকলেও প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।

ওই পোস্টে শাকিব খান লেখেন, দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম। প্রযোজক, পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে শুরু করে লাইট বসানো, সেট তৈরি, খাবার পরিবেশন; সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো।

পর্দার পেছনে থাকা এসব মানুষকে শ্রদ্ধা জানিয়ে শাকিব লেখেন, একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকের অবদান অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানাই এসব শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার পরিশ্রমী মানুষদের, যারা নীরবে নিভৃতে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে।

এদিকে ঈদে শাকিব খানকে দেখা গেছে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায়। এই সিনেমাটি এখনো চলছে প্রেক্ষাগৃহে। দেশের বাইরেও মুক্তি পেয়েছে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন টালিউডের ইধিকা পাল।

অন্যদিকে, বর্তমানে শাকিব খান ব্যস্ত ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আসছে কোরবানির ঈদে। এতে তার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।