শ্রদ্ধা কাপুর, বলিউডের চলতি সময়ের অভিনেত্রীদের মধ্যে অন্যতম। খলনায়ক শক্তি কাপুর কন্যা নানা কারণেই আলোচনায় থাকেন।
গত বছর তার অভিনীত ‘স্ত্রী ২’ সিনেমাটি ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে এই প্রথম নয়, রাজকুমার রাওয়ের সঙ্গে এর আগে ‘স্ত্রী’ সিনেমাটিও ছিল জনপ্রিয়। দ্বিতীয় সিনেমার সাফল্যের পর নাকি শ্রদ্ধা নিজের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করে ফেলেছেন।
শোনা যাচ্ছে, আগামী দিনে তাকে দেখা যাবে একতা কাপুরের একটি থ্রিলারে। সিনেমাটি পরিচালনা করবেন রাহি অনিল বার্ভে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই শুটিং শুরু হওয়ার কথা।
শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য ১৭ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা। শুধু তাই নয়, সিনেমার লভ্যাংশও তার প্রাপ্য হবে, এমনই নাকি লেখা রয়েছে চুক্তিপত্রে। এবারই প্রথম এত বেশি পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা।
এর আগে রাজকুমার রাওয়ের পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়েছিল। ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর নাকি অভিনেতাও বাড়িয়ে দিয়েছেন নিজের পারিশ্রমিক। শোনা গিয়েছিল, তিনি ৫ কোটি টাকা বেশি দাবি করছেন।
এনএটি