ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

চার দিন আগেই জন্মদিন পালন করলেন পরীমণি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, অক্টোবর ২১, ২০২৫
চার দিন আগেই জন্মদিন পালন করলেন পরীমণি! বামপাশে সবার সঙ্গে কেক কাটছেন পরীমণি এবং ডানপাশে অর্কর সঙ্গে

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণির জন্মদিন আসছে ২৪ অক্টোবর। আগে মহাসমারোহে নিজের জন্মদিন উদ্‌যাপন করলেও গেল তিন বছর জৌলুসপূর্ণ আয়োজন করছেন না তিনি।

তবে এবার জন্মদিনের তিন দিন আগেই (২০ অক্টোবর) অগ্রিম উদ্‌যাপন সেরেছেন ঢালিউডের এই তারকা।

সামাজিকমাধ্যম ফেসবুকে বেশকিছু স্থিরচিত্র প্রকাশ করে বিষয়টি জানান পরীমণি নিজেই। সঙ্গে জানিয়েছেন এর পেছনের কারণও।  

পরীমণি ছবির ক্যাপশনে লেখেন, ২৪ অক্টোবর আমার জন্মদিন। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।  

কে এই অর্ক? সে বিষয়ে পরীমণি জানান, অর্কর সঙ্গে তার পরিচয় কাজের সুবাদে। সে একজন মেকাপ আর্টিস্ট। ঢাকায় সে একা থাকে। ঢাকায় দুজনের বাসা একই এলাকায়, ছেলেটি খুব ভালো রান্নাও নাকি করে।  

নায়িকার কথায়, এক এলাকায় থাকায় মাঝেমধ্যে খাবার-দাবার আদান-প্রদান হয় আমাদের। দিন দিন ও খুব আহ্লাদি হয়ে যায় আমার কাছে। ভাই-এর মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারোমাস আমার কাছে।

তেমনি এক আবদার ছিল জন্মদিনের আগেই কেক কেটে উদ্‌যাপন। বিষয়টি জানিয়ে পরীমণি লেখেন, গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা! আমি এতো খুশি হয়ে গেছি! আমি সারাজীবন তোদের সঙ্গে নিয়ে আমার জীবনের আনন্দ উদ্‌যাপন করতে চাই।  

সবশেষে অর্ককে ভাই সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন সঙ্গে জুড়ে দেন একটা লাল লাভ ইমোজি। এর সঙ্গে আরও উল্লেখ করেন, এটা এবারের জন্মদিনের প্রথম উদ্‌যাপন।  

বলে রাখা ভালো, ছোট থেকে নানা শামসুল হক গাজীর কাছেই মানুষ বড় হয়েছেন পরীমণি। তার হাত ধরেই জন্মদিনের কেক কাটতেন। নানার মৃত্যু ও পরবর্তীতে সন্তান হওয়ার পর ছেলে-মেয়ের জন্মদিন বড় করে আয়োজন করলেও নিজের জন্মদিনে জৌলুসপূর্ণ আয়োজন করেন না এই চিত্রনায়িকা।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।  

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’সহ বেশ কিছু চলচ্চিত্র । পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।