ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে পুরোদমে চলছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং। রাজধানী ঢাকার পর এখন রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সিনেমাটির শুটিং চলছে।
শনিবার বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক রায়হান রাফী।
তিনি জানান, সকালের দিকেই তিনি (মনির) স্ট্রোক করেছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি।
পরিচালক বলেন, মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেনঅ এক-দুই ঘণ্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন।
মনির নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে নিয়মিত কাজ করতেন।
নেপালী জানান, সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল। শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয়, বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে। মনির স্ট্রোক করেছিল।
প্রসঙ্গত, ‘তাণ্ডব’-এ শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে। এর মাধ্যমেই ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় নাম লেখালেন নাট্যাঙ্গনের জনপ্রিয় এই নায়িকা।
এনএটি