ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

মায়ের সঙ্গে সম্পর্ক, স্মৃতি ও অনুভূতি জানাবেন দিলারা জামান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, মে ১০, ২০২৫
মায়ের সঙ্গে সম্পর্ক, স্মৃতি ও অনুভূতি জানাবেন দিলারা জামান

বয়স তার কাছে একটি সংখ্যা মাত্র। গুণী এই অভিনেত্রী মাঝেমধ্যেই নতুন নতুন লুক এবং মেকআপে চমকে দেন।

তিনি বড় ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান। এবার বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে হাজির হবেন তিনি।

বাংলাভিশনের পর্দায় সকাল বেলার নিয়মিত আয়োজন ‘দিন প্রতিদিন’। বিশ্ব মা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিলারা জামান। এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে রোববার (১১ মে) সকাল ৮টা 8০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফিয়া বৃষ্টি এবং উপস্থাপনায় থাকবেন নূঝহাত সাওম।

মমতাময়ী মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মায়ের সঙ্গে সম্পর্ক, স্মৃতি ও অনুভবগুলো এবং নিজের মা হয়ে ওঠার গল্প তুলে ধরতেই এই বিশেষ আয়োজন। সেখানে নিজের গল্পগুলো তুলে ধরবেন দিলারা জামান।  

১৯৪৩ সালের ১৯ জুন তৎকালীন ব্রিটিশ-ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান পশ্চিমবঙ্গ) বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন দিলারা জামান। তিনি কর্মজীবন শুরু শিক্ষকতা দিয়ে।

প্রথম টেলিভিশনে অভিনয় করেন ১৯৬৬ সালে ‘ত্রিধরা’ নাটকে। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। ‘এই সব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘আগুনের পরশমণি’ বা ‘মনপুরা’য় তার অনবদ্য অভিনয় আজও দর্শক হৃদয়ে দাগ কেটে আছে।  

১৯৯৩ সালে দিলারা জামান মোরশেদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’তে অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদ পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’।  

২০০৮ সালে মুরাদ পারভেজ পরিচালিত ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে ময়রা মাসি চরিত্রে অভিনয় করেন দিলারা জামান। এ চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও শিল্পকলায় অবদানের জন্য দিলারা জামান ১৯৯৩ সালে একুশে পদক পেয়েছেন। নাটক, সিনেমা, বিজ্ঞাপনচিত্রে এখনো সরব দিলারা জামান।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।