ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

ক্যারিয়ারের বড় সুযোগ ছাড়লেন আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, মে ১৪, ২০২৫
ক্যারিয়ারের বড় সুযোগ ছাড়লেন আলিয়া

জীবনের প্রথম সবকিছুর অভিজ্ঞতা বিশেষ হয়ে থাকে। আর তা যদি হয় নিজের ক্যারিয়ারের কোনও প্রথম পদক্ষেপ হয়, তাহলে তার অনুভূতি আরও ভিন্ন।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও তার ব্যতিক্রম নন। তবে নিজেই তেমন একটি সুযোগ ছেড়ে দিয়েছেন আলিয়া।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল তার। তবে নিজের দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই অনুষ্ঠানে যাননি আলিয়া। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন রণবীর কাপুরঘরণী নিজেই।

কান চলচ্চিত্র উৎসব নিয়ে নিজেও বেশ উচ্ছ্বসিত ছিলেন আলিয়া। একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে ফ্রান্সে গিয়ে মূল আয়োজনে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন আলিয়া। আর এ কারণেই এবার কানের উদ্বোধনে অংশ নেওয়া হল না তার।

তবে এ নিয়ে কোনও আক্ষেপ নেই আলিয়ার। বরং তার এই ত্যাগে দেশপ্রেমই প্রকাশ পেয়েছে। ইতোমধ্যেই মেট গালার গালিচায় ধরা দিয়েছিলেন আলিয়া। সেই অনুষ্ঠানে তার সাজ মন ছুঁয়েছিল ভক্তদের।  

প্রসঙ্গত, ১৩ মে থেকে শুরু হয়েছে ৭৮তম কাল চলচ্চিত্র উৎসব। বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে ২৪শে মে এবারের কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।