ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

৪ মাসের ব্যবধানে মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, মে ১৬, ২০২৫
৪ মাসের ব্যবধানে মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা

নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি মুক্তি পায় ২০২৪ সালের ডিসেম্বরে। চার মাসের ব্যবধানে প্রেক্ষাগৃহে আবারও হাজির হলেন এই অভিনেত্রী।

করোনাকালে নির্মিত সিনেমা ‘জয়া আর শারমিন’ শুক্রবার (১৬ মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

করোনার সময়ে ঘর থেকে বের হওয়া বারণ ছিল। অনেকেরই তখন রান্না করে সময় কাটতো। রেসিপি নিয়ে চলতো নানা নিরীক্ষা। সেই সময়ের ঘরবন্দি জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘জয়া আর শারমিন’। জয়া ছাড়াও এতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার।

গল্পে দেখা যাবে একজন অভিনেত্রী, আরেকজন গৃহকর্মী। করোনাকালে জয়ার বাড়িতে আটকা পড়েন শারমিন। এই সিনেমার অনেকটা জুড়েই আছে তাদের রান্নার গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন পিপলু আর খান। সিনেমাটির শুটিং হয় করোনা মহামারি চলাকালে।

শুটিং প্রসঙ্গে জয়া আহসান বলেন, ওই সময়টাকে ধরে রাখার জন্য কাজটি করেছি। নিরাপত্তা নিশ্চিত করেই শুটিং করেছি। যারা সিনেমাটি দেখবেন করোনার সময়ে ফিরে যাবেন।

জয়া আহসান আরও বলেন, তখন অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি। করোনার সময় সব বন্ধ ছিল। শুটিং করা সহজ ছিল না। তারপরও আমরা সিদ্ধান্ত নিলাম যে ‘জয়া আর শারমিন’ সিনেমার শুটিং করার। শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন করি।

সিনেমাটি আজ (১৬ মে) থেকে দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী) এবং সীমান্ত সম্ভারে (ঝিগাতলা)। প্রতিদিন ৮টি করে প্রদর্শনী থাকছে সিনেমাটির। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, দর্শক ফিডব্যাকের ওপর শোয়ের সংখ্যা বাড়তে-কমতে পারে। এদিকে কেরানীগঞ্জের লায়নে সিনেমাটি চলবে প্রতিদিন তিনটি করে শো।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।