ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

অভিনয়কে বিদায় বললেন সুনীল কন্যা! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, মে ২২, ২০২৫
অভিনয়কে বিদায় বললেন সুনীল কন্যা!  বাবা সুনীল শেঠির সঙ্গে আথিয়া শেঠি

বলিউড অভিনেতা সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠিও বাবার মতোই অভিনয়ে নাম লিখিয়েছিলেন। তবে সেভাবে খ্যাতির মুখ দেখেননি তিনি।

খ্যাতি পাওয়ার আগেই নাকি অভিনয় থেকে সরে দাঁড়াচ্ছেন বলিউডের এই তরুণ তুর্কী। এই কথা নাকি বাবাকে আথিয়া নিজেই জানিয়েছেন।

সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সুনীল বলেন, আথিয়া আমাকে জানিয়েছিল যে সে আর অভিনয় করতে চায় না। আমি তাকে স্যালুট জানাই। কারণ, ও এটা বলার সাহস দেখিয়েছে, যা অনেকেই পারে না।

সুনীল আরও বলেন, ওর হাতে অনেক কাজ ছিল। কিন্তু আথিয়া আমাকে এসে বলেছিল, আমি আর সিনেমা করতে চাই না। আমি এতেই খুশি। এখন আথিয়া তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি পালন করছে। আর সেটা হল একজন মায়ের। আর এটা ও খুব উপভোগও করছে।  

২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। পরবর্তীতে সামাজিকমাধ্যমে আকার ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেন রাহুল ও আথিয়া। ২০২৩ সালের ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। চলতি বছরের ২৩ মার্চ তাদের ঘর আলো করে জন্ম নেন এক কন্যা সন্তান।  

এই মুহূর্তে জমিয়ে মাতৃত্ব উপভোগ করছেন আথিয়া। সামাজিকমাধ্যমে চোখ রাখলে দেখা যায় তার সুখের সংসারের ছবি। স্বামী সন্তান নিয়ে এখন আথিয়ার ভরা সংসার। মেয়ের কিছু কিছু ছবি ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন আথিয়া। শুধু তাই নয়, মেয়ের এক মাস পূর্তির উদযাপনও করেছেন তিনি। আর মা হওয়ার পরেই নাকি অভিনয় ছেড়ে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুনীলকন্যা।  

বলে রাখা যায়, ২০১৫ সালে বলিউড ভাইজান সালমান খানের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন আথিয়া। তার কাজের ঝুলিতে রয়েছে চারটি সিনেমা। সেগুলোও যে আথিয়ার সফল সিনেমা, তা বলা যায় না। তবে এর মধ্যেই তার ‘মোতিচুর চাখনাচুর’ দর্শক মহলে কিছুটা প্রশংসিত হয়েছে।

আথিয়া সবশেষ বলিউডে কাজ করেছেন ২০১৯ সালে। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার অনেক আগে থেকেই তার বলিউডের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। প্রচারের আলোতেও যে তিনি আসতে চান তাও না। তবে ফটোগ্রাফারদের ক্যামেরা থেকে নিজেকে বাঁচিয়েই চলেন আথিয়া। আর এবার বলিউডকে চিরতরে বিদায় জানালেন তিনি।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।