বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মাস খানের আগেই এক সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনার বিষয়ে জানিয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন, ইতোমধ্যেই নাকি স্বামী রণবীর কাপুর ও তিনি মিলে সেই সন্তানের নামও ঠিক করেছেন।
এবার বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় আলিয়ার লুক ভাইরাল হতেই আবারো তার মা হওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলিয়া ভাটের লুক দেখে ভক্তদের অনুমান, এবার সম্ভবত তার ঘরে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। তাদের দাবি, কালো অফ শোল্ডার গাউন থেকে স্পষ্ট নাকি ফুটে উঠেছে অভিনেত্রীর বেবিবাম্প!
বিষয়টি নিয়ে ভক্তমহলে বিস্তর আলোচনা শুরু হয়েছে। তবে এ নিয়ে আলিয়া কিংবা রণবীর কাপুর কেউ মুখ খুলেননি।
উল্লেখ্য, সম্প্রতি জয় শেঠির পডকাস্টে হাজির হয়েছিলেন আলিয়া। সেখানেই অভিনেত্রী জানান, পুত্রসন্তানের জন্যেও একটি নাম ঠিক করে রেখেছেন তারা। রাহার (প্রথম সন্তান) নামকরণ করেছিলেন দাদি অভিনেত্রী নীতু কাপুর। সেই সময়েই পুত্র সন্তানের নাম ভেবে রেখেছিলেন রণবীর-আলিয়া।
অভিনেত্রীর কথায়, ভবিষ্যতে যদি আমার ছেলে হয়, তাহলে সেই নামটাই রাখব। কখন ঘটল এসব? আলিয়া বলছেন, আমি আর রণবীর যখন মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব দিয়েছিল সবাই।
তিনি আরও বলেন, সেখান থেকেই একটি পুত্র সন্তানের নাম আমার আর রণবীরের ভালো লেগে যায়। আমার শাশুড়ি তখনই মেয়ে হলে ‘রাহা’ নাম রাখার প্রস্তাব দেন। উনি বলেছিলেন, পুত্র সন্তানের নামের সঙ্গে এটা খুব ভালো মিলে যাবে। ভবিষ্যতে দুই সন্তানের নামও তাহলে মিলে যাবে। তখনই আমি আর রণবীর এক ছেলে এবং এক মেয়ের নাম ঠিক করে রেখেছি।
সেই নামটি কী যদিও তা তখন জানাননি আলিয়া। তবে বলিউডের এই তারকা দম্পতি যে দ্বিতীয় সন্তানের পরিকল্পনায় রয়েছেন, সেই ইঙ্গিত স্পষ্ট। এবার কানের কার্পেটে আলিয়ার লুক দেখে সেই ইঙ্গিত মিলিয়েই দুয়ে দুয়ে চার করতে শুরু করেছেন ভক্তরা।
এনএটি