ব্যক্তিগত জীবনে অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়ার রাইয়ের মাঝে শ্বশুর-বৌমার সম্পর্ক। তবে সেই সম্পর্ক ছাপিয়ে ‘বান্টি অউর বাবলি’ সিনেমায় একসঙ্গে তাদের নাচের দৃশ্য আজও দর্শকের মনে গেঁথে আছে।
২০০৫ সালে মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে বেশ ঝড় তোলে এই সিনেমা। সেই সময় অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়েও ডালপালা মেলেছিল। ‘কাজরা রে’ গানে অমিতাভ-ঐশ্বরিয়া ও অভিষেকের সেই নাচ নিয়ে আজও আলোচনা হয়।
শোনা যায়, সেই সিনেমা থেকেই অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক আরও মজবুত হয়।
এই গানে অমিতাভের পারফর্ম্যান্সও ছিল অসাধারণ। কিন্তু সিনেমাতে এই গান রাখা নিয়ে অসন্তুষ্ট হয়েছিলেন অমিতাভ। ‘বান্টি অউর বাবলি’ সিনেমার পরিচালক শাদ আলি জানান, অমিতাভ নাকি সিনেমাতে গানের ব্যবহারে একেবারেই নারাজ ছিলেন। শুধু অমিতাভ নন, এই গানের সুর, কথা একেবারেই নাকি পছন্দ হয়নি প্রযোজক যশ রাজের।
এই পরিচালক জানিয়েছেন, অমিতাভ বলেছিলেন এই গানের শুটিং করারও দরকার নেই। কিন্তু পরিচালক একা লড়ে গিয়েছিলেন বিষয়টি নিয়ে। তিনি বলেন, আমার বিশ্বাস ছিল এই গান দর্শকের পছন্দ হবেই। সেটাই হয়েছে।
‘কাজরা রে’ গানটি গেয়েছিলেন আলিশা চিনয়। তবে সিনেমাটিতে গানটি রাখার ব্যাপারে কারও আপত্তি না শুনলেও, গানের দৃশ্যায়ন নিয়ে সতর্ক ছিলেন পরিচালক। কারণ এই গানে তার সবচেয়ে বড় চমক ছিল অমিতাভ এবং অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়াকে উপস্থাপন করা। যদিও অভিষেক-ঐশ্বরিয়া তখন সম্পর্কে পুরোপুরি ছিলেন না। তাই তিনজনকে এক ফ্রেমে ধরা বিশেষ কঠিন ছিল না।
এনএটি