ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

দুই মিলিয়ন পেরিয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’র প্রথম নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, জুন ১০, ২০২৫
দুই মিলিয়ন পেরিয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’র প্রথম নাটক

বসুন্ধরা টিস্যুর পরিবেশনায় ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে উন্মোচিত হয়েছে চ্যানেলটির প্রথম নাটক ‘প্রিয় প্রজাপতি’। জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন।

রোববার (৮ জুন) সন্ধ্যায় নাটকটি উন্মুক্ত হয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে।

চমকপ্রদ খবর হলো, জিরো সাবস্ক্রাইবারের এ চ্যানেলে নাটকটি মুক্তির পর আজ পর্যন্ত দুই মিলিয়নের বেশি দর্শক দেখে ফেলেছেন। মন্তব্যের ঘরে জমা পড়েছে হাজারো ইতিবাচক মন্তব্য, সেইসঙ্গে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ১৪ হাজারেরও বেশি দর্শক।

সোমবার দুপুরে নাটকটির নির্মাতা জানিয়েছিলেন, একটা জিরো সাবস্ক্রাইবার চ্যানেল। একেবারে শূন্য থেকে শুরু। এমন একটা চ্যানেল থেকে রিলিজ পেয়ে দ্রুতই দুই মিলিয়ন ভিউজ পেয়ে গেল ‘প্রিয় প্রজাপতি‘।  

এরপর দর্শকদের উদ্দেশে তিনি বলেন, প্রিয় দর্শক, আমার প্রতি আপনাদের কতটুকু ভালোবাসা আর আস্থা রয়েছে, তা আবারও প্রমাণ হয়ে গেল।

সত্যি বলতে, আপনাদের ভালোবাসাই আমার শক্তি। আমি সেই শক্তিতেই এগিয়ে চলি।

একটি অফিসগামী বাস, অফিস এবং দুজন কর্মীর মধ্যকার খুনসুটি আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয় প্রজাপতি’। নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিণ।

‘প্রিয় প্রজাপতি’ নাটকটিতে একটি গান রয়েছে, যেটার কথা লিখেছেন সোমেশ্বর অলি। জাহিদ নিরবের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন জাহিদ ও আতিয়া আনিসা।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।