ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, জুন ২২, ২০২৫
রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সোনাক্ষী

ভূত কি আদৌ আছে? তা নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। আর পাঁচজনের মতো বিশ্বাস করতেন না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহাও।

তবে এক ভোররাতের ঘটনা, তার সব ভাবনাচিন্তা বদলে দেয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান এই অভিনেত্রী। তার কথায়, আমি সত্যি এসব বিশ্বাস করতাম না। তবে একদিন ঘরে অদ্ভূত কাণ্ড ঘটল। ওইদিন আমাকে যেন নাড়িয়ে দিয়েছিল। তারপর আর কিছুই হয়নি। আমি ভেবেছিলাম এটা কী স্বপ্ন? সম্ভবত এটা অপকারী ভূত।

সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সোনাক্ষী বলেন, আমি ঘুমঘোর এবং জেগে থাকার মাঝামাঝি একটা পরিস্থিতিতে ছিলাম। আমার চোখ বন্ধ ছিল। তবে আমি জেগেই ছিলাম। হঠাৎ আমি একটা চাপ অনুভব করলাম। যেন কেউ আমাকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে। আমি ভীতসন্ত্রস্ত হয়ে যাই। আমি যেন অসাড় হয়ে যাই। আমি চোখও খুলতে পারছিলাম না। নড়তে পারছিলাম না। সকাল পর্যন্ত এই অবস্থায় ছিলাম। যতক্ষণ না আলোর দেখা পেয়েছি, ততক্ষণ চোখ খুলতে পারছিলাম না।

ওই রাতের পর থেকে পুরোদিন যেন আতঙ্কেই কাটে সোনাক্ষীর। তবে রাতেও ওই ঘরে একাই ঘুমোতে যান। সেদিন ঘুমোতে গিয়ে অনেক রাত হয়ে যায় অভিনেত্রীর। ঘরে ঢুকে একা জোরে জোরে কথা বলতে থাকেন। চিৎকার করে বলেন, কাল রাতে যিনি এসেছিলেন, দয়া করে আর আসবেন না। আমি খুব ভয় পেয়েছি। যদি কিছু বলার থাকে তবে স্বপ্নে বলুন। মুখোমুখি সাক্ষাৎ আমি চাই না।

তারপর আর কোনওদিন এমন ভয়ংকর অভিজ্ঞতা হয়নি বলেই দাবি সোনাক্ষীর।

বলে রাখা ভালো, সোনাক্ষী অভিনীত নিকিতা রায়ের একটি সুপারন্যাচারাল হরর থ্রিলার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৭ জুন।  বর্তমানে সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত অভিনেত্রী। এরইমধ্যে ‘ভূত’ দর্শন নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলেন সোনাক্ষী।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।