ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

হলিউডে দীপিকার ইতিহাস, ভারতীয়দের মধ্যে প্রথম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, জুলাই ৩, ২০২৫
হলিউডে দীপিকার ইতিহাস, ভারতীয়দের মধ্যে প্রথম দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুকুটে যুক্ত হলো নতুন পালক। ২০২৬ সালের হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এর তালিকায় নাম উঠলো বলিউডের এই তারকার।

এই প্রথম কোনও ভারতীয় শিল্পী এই সম্মানে সম্মানিত হচ্ছেন।

হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের তালিকায় নাম তোলার জন্য মুখিয়ে থাকেন হলিউডের নামকরা সব তারকারা। চলতি বছরেও ডেমি মুর, এমিলি ব্লান্টের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নামও সংশ্লিষ্ট তালিকায় রয়েছে। আর সেখানেই ঠাঁই পেল দীপিকা পাড়ুকোনের নাম।

হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের মোশন পিকচার্স বিভাগে নাম উঠেছে দীপিকার। হলিউড চেম্বার অফ কমার্সের পক্ষে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে জ্বলজ্বল করছে ভারতীয় নায়িকার নাম। তালিকায় রয়েছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী ব়্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসে, তিমোথে চালামেট, স্ট্যানলি তুস্সিসহ আরও অনেকের নাম।

২০ জুন ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল একশো মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরবর্তীতে চেম্বার্স বোর্ডের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট তালিকা অনুমোদন করে।

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’ সিনেমায় কাজের মাধ্যমেই পশ্চিমা বিনোদুনিয়ায় পা রাখেন দীপিকা পাডুকোন। যেখানে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে হলিউডে শোরগোল ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম উঠেছিল তার।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।