আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। ব্যক্তিজীবনে খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন পিয়া।
বর্তমানে একমাত্র মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তার প্রেম ও ভালোবাসা হয়। তারপর তারা বিয়ে করেন। তবে ঘটা করে অনুষ্ঠান করেননি। তাই স্বামীকেও প্রকাশ্যে আনেননি। সম্প্রতি পিয়া তার মার্কিন স্বামীর সঙ্গে একাধিক স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ পোস্ট করেছেন।
চলতি বছরের এপ্রিলে পিয়া বিপাশা জানিয়েছিলেন, চলতি বছরের শেষ দিকে মার্কিন নাগরিক স্বামীর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা। শেষ পর্যন্ত অতটা সময় নেননি। পিয়ার ইনস্টাগ্রাম থেকে জানা গেছে, ২৬ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন তিনি।
মার্কিন স্বামীর নাম পরিচয় প্রকাশ না করলেও স্থিরচিত্র প্রকাশ করেছেন। কথা প্রসঙ্গে পিয়া জানান, স্বামীর নাম-পরিচয় প্রকাশ করতে চান না।
২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন পিয়া বিপাশা। কাজ শুরু করেন নাটক ও টিভিসিতে। ছোট পর্দা পেরিয়ে ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তিনি ‘মনের রাজা’, ‘এত প্রেম এত মায়া’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।
এখন আর অভিনয় টানে না পিয়া বিপাশাকে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে যুক্ত করেছেন। এসব থেকে ভালো আয় হয় তার, এমনটাই জানান তিনি।
বর্তমান জীবন নিয়ে এই অভিনেত্রীর ভাষ্য, আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকা-পয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী- সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার। যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।
এনএটি