ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

রেজাল্ট একটা কাগজের টুকরা মাত্র: জোভান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, জুলাই ১০, ২০২৫
রেজাল্ট একটা কাগজের টুকরা মাত্র: জোভান

প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এ নিয়ে অনেকে যেমন উচ্ছ্বসিত, তেমনি কেউ কেউ হতাশ।

এই প্রেক্ষাপটে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিকমাধ্যমে দিয়েছেন আবেগঘন বার্তা।

জোভান ফেসবুকে লেখেন, রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা।

তার এই কথায় একদিকে যেমন শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে, অন্যদিকে রেজাল্ট নিয়ে হতাশ হওয়া শিক্ষার্থীদের জন্য এসেছে এক প্রকার মানসিক সান্ত্বনা। এই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করে অভিনেতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।  

প্রসঙ্গত, চলতি বছর ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা প্রায় এক লাখ কম। এবার ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে ফলাফল প্রস্তুত করা হয়েছে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। গত বছরের তুলনায় এবার এই হার অনেকটাই কম (২০২৪ সালে ছিল ৮৩.০৪ শতাংশ)। এবারের ফল প্রকাশেও ছিল না কোনো আনুষ্ঠানিকতা।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।