দুই বাংলায় সমানতালে কাজ করছেন অভিনেত্রী জয়া আহসান। ওপার বাংলায় আবারও মুক্তির অপেক্ষায় তার সিনেমা।
সিনেমাটির প্রচারণায় ভীষণ ব্যস্ত জয়া আহসান। সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি দ্য টেলিগ্রাফের আয়োজনে একটি ফটোশুটে অংশ নেন। যেখানে সহশিল্পী চন্দন রায় সান্যালের সঙ্গে রোমান্টিক পোজে দেখা যায় জয়া আহসান। যা দেখে চমকে গেছে দর্শক, অনুরাগীরা।
প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটিতে দুজনকে একটি বাথটাবে রোমান্টিক পোজে দেখা গেছে। অপর ছবিতে সুইমিংপুলে দেখা গেছে। ছবিগুলো বেশ সাড়া ফেলেছে দুই বাংলার দর্শকদের মাঝে।
এই ছবির মাধ্যমে প্রথমবার চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। সিনেমাটিতে রয়েছে দুজনের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও। এ নিয়ে জয়ার বক্তব্য, আমার কিছুই মনে হয় না। কারণ, এরকম দৃশ্যের জন্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতাম টোনিদা খুব অ্যাসথেটিক্যালি শুট করবে। ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টোনিদার, আমি একেবারেই চিন্তা করিনি। ’
তবে অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। এর আগে এই নির্মাতার ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। ‘ডিয়ার মা’তে মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সীসহ আরও অনেকে।
এদিকে, ওপার বাংলায় জয়ার আরও কিছু সিনেমার খবর পাওয়া গেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। এছাড়াও আগামী ১ আগস্ট মুক্তি পাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত তার অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’।
এনএটি