ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

বিনোদন

১৫ দিন গর্ভে মৃত সন্তান নিয়ে ঘুরছেন অভিনেত্রী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, জুলাই ১৫, ২০২৫
১৫ দিন গর্ভে মৃত সন্তান নিয়ে ঘুরছেন অভিনেত্রী!

ভারতের ভোজপুরী সিনেমার নায়িকা সম্ভাবনা শেঠ। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী।

তিনি প্রথম আলোচনায় আসেন ২০০৮ সালে ‘বিগ বস’র দ্বিতীয় সিজনে অংশ নিয়ে।

নিজের তীক্ষ্ণ গলার স্বর, প্রতিবাদী রূপের জন্য জনপ্রিয়তা পান সম্ভাবনা। এই মুহূর্তে হাতে অভিনয়ের কাজ কম। ইউটিউবে স্বামীর সঙ্গে ব্লগ করেন।

বহু বছর ধরে সম্ভাবনা একটাই ইচ্ছে ছিল, মা হবেন। বারবার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবার ব্যর্থ। বছরখানেক আগে আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণ করেন। তিন মাস অবধি গর্ভে বেড়েও ওঠে ভ্রূণ। মাতৃত্বকালীন ফটোশুটও করেছিলেন।

কিন্তু একদিন বিপুল রক্তক্ষরণ হয়। স্বামীকে চিৎকার করে ডাকেন। এরপর নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। মাঝেমধ্যেই রক্তপাত হতো। কিন্তু চিকিৎসকের কাছে গেলেই তিনি আশ্বাস দিয়ে বলতেন সব ঠিক আছে।

সম্ভাবনার বলেন, আমার সন্দেহ হতো। আইভিএফে এত রক্তপাত হয়, আমার জানা ছিল না। চিকিৎসকের কাছে গেলেই বলতেন, সব ঠিক আছে। কিন্তু ঘন ঘন রক্তপাত হতো। একদিন অসহ্য যন্ত্রণা। এত রক্তপাত শুরু হয় যে বালতি ভরে যায়।

যোগ করে এই অভিনেত্রী বলেন, কোনোরকম হাসপাতালে পৌঁছালে জানতে পারি ১৫ দিন আগেই গর্ভে আমার সন্তান মারা গেছে। সেটা নিয়ে ঘুরেছি।

এ ঘটনার পর অভিনেত্রী সম্ভাবনা স্পষ্ট জানান, চিকিৎসকের গাফিলতিতেই তিনি মা হতে পারেননি।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।