ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

শুটিংয়ে আহত শাহরুখ খান, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জুলাই ১৯, ২০২৫
শুটিংয়ে আহত শাহরুখ খান, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে!

শুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ খান। জানা যায়, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে শুটিং চলছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিং।

সেখানেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আঘাত পান কিং খান।

এ বিষয়ে আরও জানা গেছে, শাহরুখের আঘাত এতটাই গুরুতর যে আগামী প্রায় দুই মাস শুটিং করতে পারবেন না তিনি।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শরীরের ঠিক কোন অংশে চোট পেয়েছেন বাদশা, সেটা নির্মাতারা খুলে বলতে চাইছেন না। তবে শোনা যাচ্ছে, চিকিৎসার জন্য পুরো টিম নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন বলিউড বাদশা। তবে পেশিতেই আঘাত পয়েছেন বলে খবর।

গেল কয়েক বছরে স্টান্ট করতে গিয়ে একাধিকবার গুরুতর আঘাত পেয়েছেন শাহরুখ খান। এবারের জখম কি এতটাই গুরুতর যে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে হবে? 

খবর, আগামী এক-দু’ মাস শাহরুখ খানকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তাই এখনই শুটিং শুরু করতে পারবেন না তিনি। পুরোপুরি সুস্থ হয়ে তবেই সেটে ফিরবেন। সেই হিসেবে আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিংবা অক্টোবর মাসের মাঝামাঝি ‘কিং’ সিনেমার শুটিং শুরু হতে পারে।  

ঘনিষ্ঠ সূত্রে খবর, স্পাই থ্রিলার ঘরনার ‘কিং’ সিনেমায় গোয়েন্দার ভূমিকায় থাকছেন বাদশাকন্যা সুহানা। আর তার ‘হ্যান্ডলার’র চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন।

চলতি বছরের মে মাস থেকেই ‘কিং’ সিনেমার শুটিং শুরু হয়েছে। মেগাবাজেট সিনেমাটিতে মুক্তি পাবে ২০২৬ সালে। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোনকে অতিথি চরিত্রে দেখা যেতে পারে। আর সুহানার মায়ের ভূমিকায় থাকতে পারেন রানি মুখার্জিকে। এছাড়াও অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তারকাদের দেখা যেতে পারে।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।