ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

‘আলী’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক মেলিতার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, জুলাই ১৯, ২০২৫
‘আলী’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক মেলিতার

দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (১৮ জুলাই) মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘আলী’। বিপ্লব হায়দার পরিচালিত এই চলচ্চিত্র ভাই-বোনের মর্মস্পর্শী সম্পর্ক, সমাজের নির্মম বাস্তবতা এবং ব্যক্তিগত আত্মত্যাগের এক অসাধারণ গল্প তুলে ধরা হয়েছে।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, যিনি একজন বাকপ্রতিবন্ধী তরুণ আলী এবং আরেকজন মেলিতা মেহজাবীন অর্পা যিনি রশ্নি চরিত্রে অভিনয় করেছেন।

ইরফান সাজ্জাদের ঢাকাই সিনেমায় আগেও দেখা গেলে ‘আলী’র মাধ্যমে ঢাকাই সিনেমায় প্রধান চরিত্রে অভিষেক হলো মেলিতা মেহজাবীন অর্পার।

‘আলী’ নিছক প্রেম-ভালোবাসার গল্পও নয় কিংবা দুর্ধর্ষ দস্যু প্রবৃত্তির গল্প নয়; বা শুধু একটি পারিবারিক ট্র্যাজেডি নয় বরং সমাজ ও মানবিকতার মৌলিক প্রশ্নগুলোকে নাড়িয়ে দেবে। মূলত রশ্নিকে কেন্দ্র করেই পুরো ঘটনা আবর্তিত হয়। তার কথায়, ভাই-বোনের মর্মস্পর্শী সম্পর্ক, সমাজের নির্মম বাস্তবতা এবং ব্যক্তিগত আত্মত্যাগের এক অসাধারণ গল্প পর্দায় দেখা যাবে।

পরিণত হয়ে ওঠার পর ‘আলী’র সিনেমাতে মেলিতা মেহজাবীন অর্পার প্রথম আত্মপ্রকাশ হলেও শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। মাত্র তিন বছর বয়সে একক নাটক ‘ছায়াবৃত্ত’ দিয়ে তার অভিনয় শুরু। শিশুশিল্পী হিসেবে এরপর ‘সোনামণির ডায়েরি’, ‘অতিথি’, ‘আমি তুমি এবং ভালোবাসা’, ‘দেখা হবে কি আবার’, ‘ফোর্টি ফাইভ ডিগ্রী’র মতো নাটকে দেখা যায় তাকে।  

একক নাটকের পাশাপাশি বেশ কয়েকটি ধারাবাহিক নাটকেও দেখা গেছে মেলিতা মেহজাবীন অর্পাকে। এর মধ্যে উল্লেখযোগ্য- অনিমেষ আইচের ‘বিন্দু বিষর্গ’, আবুল হায়াতের ‘আকাশের ওপাড়ে আকাশ’ ও ‘লকেট’ ধারাবাহিক নাটক।  

ছোট পর্দা ছাড়াও শর্টফিল্ম ও বড় পর্দায়ও শিশুশুল্পী হিসেবেও অভিনয় করেছেন মেলিতা মেহজাবীন অর্পা। শামিম আকতার পরিচালিত ‘মেঘনার একাত্তর’ ও শাহনেওয়াজ কাকলির ‘ফ্রম বাংলাদেশ’ সিনেমায় দেখা গেছে তাকে।  

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মেলিতা মেহজাবীন অর্পা জানান, ফ্যাশন ডিজাইনিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান। আর অভিনয় আমার নেশা ও ভালোবাসায় তাই অভিনয়ের আরও ভালো অবস্থান তৈরি করতে চান।  

বলে রাখা যায়, মেলিতা মেহজাবীন অর্পা বাবা-মা মিডিয়া ব্যক্তিত্ব। বাবা শফিউল আলম বাবু একজন অভিনয়শিল্পী ও উপস্থাপক, মা নাবিলা আলম পলিন ও অভিনয়ে যুক্ত। একমাত্র ভাই ঈশরাক আফ্রিদ অন্তিকও অভিনয় ও গান করে থাকেন।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।