ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, জুলাই ১৯, ২০২৫
গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া! 

একের পর এক মেগাবাজেট সিনেমা থেকে নামজাদা সব ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত। রয়েছে নিজের পোশাক সংস্থা, সবমিলিয়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বৃহস্পতি তুঙ্গে।

সাফল্যের চূড়ায় পৌঁছলেও ভুলে যাননি সেই মানুষগুলোকে, যারা শুরুর দিন থেকে অভিনেত্রীর পাশে রয়েছেন।

এবার সেসব মানুষগুলোকেই এবার মাথা গোঁজার আস্তানা উপহার দিলেন অভিনেত্রী।

বন্ধু-বান্ধব কিংবা কাছের মানুষদের যত্ন রাখেন আলিয়া ভাট। এমন বহু উদাহরণ এযাবৎকালে প্রকাশ্যে এসেছে। আদতে ভালো মনের মানুষ তিনি। কিন্তু কখনও নিজের দানধ্যানের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।

এবার জানা গেল, গাড়ির চালক এবং এক গৃহকর্মী, দু’জনকেই ৫০ লাখ টাকা দিয়েছেন, জুহু এবং খর এলাকায় বাড়ি কেনার জন্য। এর আগেও ২০১৯ সালে নাকি ওই দুই পরিচারক সুনীল, অমোলকে অর্থ সাহায্য করেছিলেন আলিয়া।

‘জিকিউ ইন্ডিয়া’ হিসেবে স্থাবর-অস্থাবর মিলিয়ে আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি। অন্যদিকে কাপুর পরিবারের মধ্যে ৪৮৫ কোটির মালিক হিসেবে তার পরেই তালিকায় নাম রয়েছে কারিনা কাপুরের। আর রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটি। বাকিরা অনেকটাই পিছিয়ে তাদের থেকে।

উল্লেখ্য, বলিউডের সব থেকে ‘দামি নায়িকা’র তালিকাতেও আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পরই তিনি। কাপুরদের বউমার আয়ের তালিকা এখানেই শেষ নয়! সিনেমার পাশাপাশি নানা সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও চড়া পারিশ্রমিক নেন তিনি।

আলিয়ার নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে। এর পাশাপাশি বাচ্চাদের জন্য পোশাক সংস্থা খুলেছেন আলিয়া। যা কিনা রিলায়েন্সের সঙ্গে যৌথ মালিকানা ভিত্তিক। মুম্বাইয়ের বুকে বেশ কয়েকটি ফ্ল্যাটও রয়েছে আলিয়ার।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।