ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

পরকীয়ার গুঞ্জন: মুখ খুললেন সৃজিত-সুস্মিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, জুলাই ২০, ২০২৫
পরকীয়ার গুঞ্জন: মুখ খুললেন সৃজিত-সুস্মিতা সুস্মিতা চ্যাটার্জি-সৃজিত মুখার্জি

ভারতীয় বাংলা সিনেমার নির্মাতা সৃজিত মুখার্জি ও নায়িকা সুস্মিতা চ্যাটার্জির একটি সেলফি নিয়ে সামাজিকমাধ্যমে তোলপাড় চলছে। নেটিজেনদের অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন।

অনেকের দাবি- ‘পরকীয়া প্রেমে জড়িয়েছেন সৃজিত। ’

তবে এ বিষয়ে নীরবতা ভাঙলেন সৃজিত মুখার্জি। কেবল সৃজিত নন, বিরক্তি প্রকাশ করে নায়িকা সুস্মিতাও মুখ খুলেছেন।  

‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে ‘পরকীয়া প্রেম’ নিয়ে প্রশ্নের মুখে পড়েন সৃজিত মুখার্জি। উত্তরে এই নির্মাতা বলেন, ২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে, সেটা ভেবেই আমি অবাক! আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময়েই। তাই রিলাক্স! একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।  

এ বিষয়ে কথা বলতে ইন্ডিয়ান এক্সপ্রেস যোগাযোগ করে সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে। তিনি বলেন, আমি সত্যিই ভাবিনি একটা ছবি পোস্ট করলে তার ফল এইরকম হতে পারে। যদি কারো মধ্যে সম্পর্ক থাকে তাহলে লুকোচুরির প্রশ্ন আসে। আমি আর সৃজিতদা বারবার একটা কথা বলেছি, ‘আমরা ভালো বন্ধু। আর বন্ধুত্ব তো লুকানোর কোনো বিষয় নয়। ’ 

সুস্মিতার কথায়, আমি সিঙ্গেল বলেই হয়তো একটা সেলফি নিয়ে এত শোরগোল। যখন সম্পর্কে ছিলাম তখন ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু ছিল না। এখন গুটি কয়েক বন্ধু হয়েছে। তাদের সঙ্গে সেলফি দিলে যে এরকম পরিস্থিতি তৈরি হবে তা আগে আঁচ করতে পারিনি। এবার থেকে ছবি পোস্ট করার আগে মনে হচ্ছে অনেক ভাবনাচিন্তা করতে হবে। না হলে তো আমার বিয়েও দিয়ে দেবে!

কয়েক দিন আগে পুরো টিম নিয়ে পুরীতে সৃজিত তার নতুন সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন। নীলাচলের সৈকতে একসঙ্গে একটি সেলফি তুলেছিলেন সৃজিত-সুস্মিতা। পরে অভিনেত্রী সেই ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করার পর প্রেমের গুঞ্জন চাউর হয়।  

বলে রাখা যায়, সৃজিত মুখার্জি ব্যক্তিগত জীবনে বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছেন। তবে সুস্মিতা চ্যাটার্জি এখানো অবিবাহিত।  

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।