ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

শোক জানিয়ে লাইভে কান্নায় ভেঙে পড়লেন তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, জুলাই ২২, ২০২৫
শোক জানিয়ে লাইভে কান্নায় ভেঙে পড়লেন তিশা

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ৩১ জন নিহত এবং আহত হয়েছেন ১৬৫ জন।

এ ঘটনায় শোকের আবহ সারা দেশে। অভিনেত্রী তাসনুভা তিশাও শোক জানিয়েছেন, লাইভে ভেঙে পড়েছেন কান্নায়। অভিনেত্রী জানিয়েছেন, নিজের মেয়েকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করাতে চেয়েছিলেন তিনি।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর সামাজিকমাধ্যমে লাইভে এসে তিশা বলেন, আপনারা যদি বাসায় থাকেন অথবা আপনাদের ওয়ার্কিং স্পেসে থাকেন অথবা যেখানে থাকেন, চেষ্টা করবেন আসতে, উত্তরায় যেসব হাসপাতালে মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে যে তারা আমার সন্তান। দোয়া করবেন, বাচ্চাগুলোর জন্য আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখুক। এ বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে।

এই অভিনেত্রী বলেন, আমার মেয়েকে ভাবছিলাম মাইলস্টোনে ভর্তি করাবো, আমার এটা চিন্তা করতে এখন কলিজা কাঁপছে। আমি আসলে কী করবো, কিছু করার নেই। আমি এখন একটা নাটকের শুটিংয়ে আছি, বসে থেকে একটার পর একটা নিউজ দেখছি। আমি এটা অনুভব করতে পারি, আমার নিজের বাচ্চারা আছে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।