ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

পোস্ট সরিয়ে নিলেন তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, জুলাই ২৩, ২০২৫
পোস্ট সরিয়ে নিলেন তিশা নুসরাত ইমরোজ তিশা

মাইলস্টোন কলেজের শিক্ষিকা পূর্ণিমা দাসের ফেসবুকে দেওয়া বক্তব্য নিয়ে এখন আলোচনা চলছেই। আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষিকা পূর্ণিমা দাস নিজের ফেসবুক পোস্টে লিখিছিলেন, ‘ভুল তথ্য ছড়াবেন না।

’ সেই সঙ্গে লাশ গুমের বিষয়টি গুজব উল্লেখ করে দীর্ঘ এক স্ট্যাটাস দেন।

পূর্ণিমা দাসের সেই পোস্ট ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে পোস্টটি শেয়ার করার পর নেটিজেনদের একের পর এক বিরুপ মন্তব্যের কারণে শেষ পর্যন্ত সেটি মুছে ফেলেছেন এ অভিনেত্রী।  

বুধবার (২৩ জুলাই) সকালে মাইলস্টোন কলেজের শিক্ষিকা পূর্ণিমা দাস নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘ভুল তথ্য ছড়াবেন না। ’ লাশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন সেই শিক্ষিকা। সেই পোস্ট শেয়ার করেছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।

অভিনেত্রী তিশাকেও শেয়ার করতে দেখা যায় পোস্টটি। তবে ঘণ্টাখানেকের মধ্যেই পোস্টটি ডিলিট করে দেন তিনি। এর আগে একের পর এক নেতিবাচক মন্তব্য দেখা যায় অভিনেত্রীর সেই পোস্টে। ধারণা করা হচ্ছে, নেতিবাচক কমেন্টের কারণেই পোস্টটি ডিলিট করেছেন তিশা।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।