শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বুধবার (২৩ জুলাই) এই দুর্ঘটনার শিকার হন তিনি।
জানা গেছে, এদিন রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের শুটিং করছিলেন তিনি। এর ফাঁকে হঠাৎ শুটিং ইউনিটের লাইটের স্ট্যান্ডে আঘাত লেগে হোঁচট খেয়ে দুই পায়ে মারাত্মক চোট পান এই অভিনয়শিল্পী।
এ বিষয়ে সুনেরাহ বলেন, ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং করছিলাম, ওই সময় আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই।
আঘাতের ব্যাপারে এই অভিনেত্রী জানান, দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে যায়। অনেক রক্তক্ষরণ হচ্ছিল, এরপর প্রাথমিক ট্রিটমেন্ট নেই। প্রথম দিকে যখন অনেক রক্ত বের হচ্ছিল তখন খুব একটা ব্যথা করেনি কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে।
তবে পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কি না, এখনো সঠিকভাবে বলতে পারছেন না অভিনেত্রী। চিকিৎসকের শরণাপন্ন হলে বিস্তারিত বলতে পারবেন বলে আপাতত জানালেন।
বলে রাখা যায়, ‘ন ডরাই’ ছিল সুনেরাহ’র প্রথম সিনেমা। এ সিনেমার মাধ্যমেই তিনি জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর একাধিক সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।
চলতি বছরের রোজার ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘দাগি’। শিহাব শাহীনের পরিচালনায় এতে তিনি সহকর্মী হিসেবে পান আফরান নিশো, তমা মির্জাকে। এতে নিশোর পাশাপাশি আলোচনায় আসে সুনেরাহ’র চরিত্রটি। আর গত কোরবানির ঈদে সুনেরাহ অভিনীত ‘উৎসব’ সিনেমা মুক্তি পায়। তানিম নূর পরিচালিত এ সিনেমাতে তার চরিত্র ছোট হলেও বেশ ভালোই ছাপ রেখেছেন দর্শক হৃদয়ে।
পরপর দুই ঈদে সুনেরাহ’র দুই সিনেমা মুক্তির পর এবার নতুন আরও একটি ছবির কাজ শুরু করেছেন। যদিও সে বিষয়ে বিস্তারিত বলতে নারাজ তিনি। এ সিনেমাটি মূলত চলচ্চিত্র উৎসবকে টার্গেট করে নির্মিত হচ্ছে। এখানে বেশির ভাগ কলাকুশলী থাকবে বিদেশি।
এনএটি