ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ মুক্তি পাওয়ার কথা ছিল নেটফ্লিক্স-এর পর্দায়। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে গত বছর এ বিষয়ে ঘোষণা করা হলেও তা বাস্তবে রূপ পায়নি! অনিশ্চিত আনুশকা শর্মা অভিনীত সিনেমার ভবিষ্যৎ।
‘চাকদহ এক্সপ্রেস’র শুটিং শুরু করার আগে বাইশ গজের ময়দানের খুঁটিনাটি শিখেছিলেন আনুশকা। এমনকী ডায়েটেও যুক্ত করেছিলেন ঝুলন গোস্বামীর শরীর ফিট রাখার মূল মন্ত্র পান্তা ভাত। তার কড়া হোমওয়ার্কের ফসল পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক অনুরাগীরা। কিন্তু সময় যত এগিয়েছে তত পিছিয়েছে এই সিনেমার মুক্তি।
গত বছর শোনা গিয়ছিল, নেটফ্লিক্সের সঙ্গে প্রযোজনা সংস্থার চুক্তিই নাকি বাতিল হয়ে গেছে। গত বছরই ক্লিন স্লেট ফিল্মজ ঘোষণা করেছিল সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তাদের ‘চাকদহ এক্সপ্রেস’। এই প্রযোজনা সংস্থার সঙ্গে আগে আনুশকা নিজেও যুক্ত ছিলেন। তবে দুই বছর আগে পুরো দায়িত্বটাই ভাই কর্ণেশের হাতে তুলে দিয়েছেন অভিনেত্রী।
সিনেমাতে ঝুলন গোস্বামীর চরিত্রে আনুশকার কোচের ভূমিকায় দেখা যাবে অভিনেতা দিব্যেন্দ্যু ভট্টাচার্যকে। এই সিনেমার ভবিষ্যৎ কী? আদৌ কী এটি মুক্তি পাবে? সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয়েছিল অভিনেতাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, বাকি আর পাঁচজন দর্শকের মতোই আমিও অপেক্ষায় আছি। ভাবতে পারবেন না আমি ঠিক কতটা অপেক্ষায় রয়েছি এই সিনেমার মুক্তির জন্য।
অভিনেতা আর বলেন, এটি আনুশকার ক্যারিয়ারের সেরা সিনেমা। আমি জানি না কেন এটা মুক্তি পাচ্ছে না। আমার কোনও ধারণাই নেই। তাছাড়া ক্লিন স্লেট ও নেটফ্লিক্সের মধ্যে ঠিক কী দ্বন্দ্ব চলছে সেটাও আমি জানি না। তবে এই সিনেমার একজন অভিনেতা হিসাবে আমি মনে প্রাণে চাই মুক্তি পাক।
এনএটি