ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, জুলাই ৩০, ২০২৫
নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মঙ্গলবার মধ্যরাতে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

মিষ্টি জান্নাত বলেন, বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করি। তবে শেষ রক্ষা আর হলো না। সবাই বাবার জন্য দোয়া করবেন।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন নায়িকার বাবা। কয়েক মাস আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক ভাবে সুস্থ হলে বাসায় ফিরেন মো. মকবুল হোসেন।

মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমায় অভিনয় করে ঢালিউডে পা রাখেন। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। বেশ কয়েক মাস ধরে দেশ-বিদেশ করে কাটছে তার সময়। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। অংশ নিয়েছিলেন একটি ফটোশুটে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।