জনপ্রিয় পপ তারকা কেটি পেরির সঙ্গে প্রেম করছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো! হঠাৎ করেই এমন গুঞ্জনে সয়লাব সামাজিকমাধ্যম। মূলত এই দুজনকে একসঙ্গে ডিনার ডেটে দেখা যাওয়ার পর থেকে গুঞ্জনের সূত্রপাত।
মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে একান্তে রাতের খাবার উপভোগ করতে দেখা গেছে কেটি পেরির ও জাস্টিন ট্রুডোকে। পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় তারা একসঙ্গে খাবার খান।
জানা গেছে, দু’জনেই একাধিক পদের খাবার উপভোগ করেছেন, যার মধ্যে লবস্টার ছিল অন্যতম আকর্ষণ। সঙ্গে ককটেল পান করেছেন তারা। খাবার শেষে রেস্টুরেন্টের রান্নাঘরের কর্মীদেরও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান তারা।
রেস্টুরেন্টের এক প্রতিনিধি জানিয়েছেন, কেটি ও জাস্টিন দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন। তারা খুবই বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। আমাদের জন্য তাদের আতিথেয়তা ছিল আনন্দের।
টিএমজেড-এর রিপোর্ট বলছে, দিনের শুরুতে দু’জনকে মন্ট রয়্যাল পার্কে হাঁটতে দেখা গেছে। ট্রুডো জিন্স আর টি-শার্ট পরে হেসে-খেলে কেটির পাশে হাঁটছিলেন, সঙ্গে ছিল কেটির পোষা কুকুরও। আর সন্ধ্যায় তাদের আবার মন্ট্রিয়ালের টাভের্ন আটলান্টিক-এ পানীয় উপভোগ করতে দেখা যায়।
কেটি পেরি ও ট্রুডোর ডিনার ডেটের খবর এমন সময় এলো যখন দু’জনের ব্যক্তিগত জীবনেই বড় পরিবর্তন ঘটছে। ২০২৫ সালের জুনে কেটি পেরি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রায় এক দশকের সম্পর্ক ও বাগদান ভেঙে ফেলার খবর নিশ্চিত করেছেন। চার বছর বয়সী মেয়ে ডেইজি ডাভ ব্লুমকে নিয়ে তারা দু’জনই যৌথভাবে সন্তানের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাদের তিন সন্তান- জেভিয়ার (১৭), এল্লা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়ান (১১) রয়েছে।
এ কারণেই অনুরাগীরা এখন এই নতুন জুটিকে নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন। যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি যে তাদের বন্ধুত্ব শুধুই বন্ধুত্ব নাকি নতুন কোনো সম্পর্কের দিকেই হাঁটছেন দুজন।
এনএটি