বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান। তিন দশকের বেশি সময় ধরে যিনি উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা এক্সক্লুসিভভাবে জানিয়েছে, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জাওয়ান’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান।
সূত্রের বরাত দিয়ে জানানো হয়, শাহরুখ খানকে ‘জাওয়ান’-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানিত করা হচ্ছে। আজ ১ আগস্ট দিল্লিতে এক প্রেস কনফারেন্সে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এটি হবে তার প্রথম জাতীয় পুরস্কার।
২০২৩ সাল শাহরুখ খানের ক্যারিয়ারে নতুন মাইলফলক হয়ে দাঁড়ায়। ওই বছর তার তিনটি সিনেমা ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’ ভারতের প্রেক্ষাগৃহে মিলিয়ে ৭ কোটিরও বেশি দর্শক উপভোগ করেন। এই তিন সিনেমার সম্মিলিত আয় ভারতে ১৩০০ কোটির বেশি, আর বিশ্বব্যাপী ২৫০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।
বর্তমানে শাহরুখ শুটিং করছেন নতুন সিনেমা ‘কিং’-এর, যেটি ২০২৬ সালে মুক্তি পাবে। এতে তার সঙ্গে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটবে কন্যা সুহানা খানের।
এনএটি