ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

অধরা স্বপ্ন পূরণ, কৃতজ্ঞতা জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, আগস্ট ২, ২০২৫
অধরা স্বপ্ন পূরণ, কৃতজ্ঞতা জানালেন শাহরুখ

কয়েকদিন আগেই বলিউড শোনা গিয়েছিল, শুটিং সেটে আহত হয়েছেন শাহরুখ খান! মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের আসন্ন সিনেমা ‘কিং’র শুটিংয়েই এই বিপত্তি হয় বলে জানা গিয়েছিল।

মাঝপথে শুটিং বন্ধ করে চলে যেতে হয়েছে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য।

যদিও পরে এই খবরকে ভুয়া বলে দাবি করেন কেউ কেউ।  

গেল কয়েক দিনে শাহরুখকে দেখা যায়নি কোথাও। তবে শুক্রবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পরই প্রকাশ্যে এলেন শাহরুখ। পরনে কালো টি-শার্ট ও ডেনিম প্যান্ট। মাথায় কালো টুপি। কৃতজ্ঞতা স্বীকার করছেন সেখানে। সেই ভিডিওতে দেখা গেল অভিনেতার ব্যান্ডেজ বাঁধা হাত।

স্বাভাবিক ভাবেই সবারর মনে কৌতুহল জাগে, তবে কি সত্যি গুরুতর কোনও চোট পেয়েছেন অভিনেতা? তবে শাহরুখ দুশ্চিন্তা করতে বারণ করেছেন অনুরাগীদের। তিনি বলেন, আমি দু’বাহু বাড়িয়ে সবাইকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাতে চাই। কিন্তু আপাতত সেটা করতে পারছি না। চিন্তা করবেন না। শুধু পপকর্নসহ তৈরি থাকবেন। খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আমাদের দেখা হবে।

তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞ, গর্বিত এবং অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন লালন করব। জুরি সদস্য, চেয়ারম্যান, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা আমাকে এই সম্মানের যোগ্য বলে মনে করেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।

সূত্রের খবর, কয়েক সপ্তাহ আগে মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেখানেই স্টান্ট করার সময় আঘাত পান। আপাতত ক’দিন বন্ধ রয়েছে ‘কিং’ সিনেমার শুটিং। অভিনেতা সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন শুটিংয়ে।  

প্রসঙ্গত, শুক্রবার ঘোষণা করা হয়েছে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা। এবারের আসরে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেতে যাচ্ছেন বলিউডের বাদশা শাহরুখ খান। বিশ্বজুড়ে অগণিত পুরস্কার ও সম্মাননায় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনো অধরা ছিল তার জন্য। এ অভিনেতার সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন বিক্রান্ত মাসে। সেরা অভিনেত্রীর সম্মাননা পাচ্ছেন রানি মুখার্জি।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।