ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

৮ প্রেমিকার পর যে কারণে প্রিয়াঙ্কায় মজেছেন নিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, আগস্ট ২, ২০২৫
৮ প্রেমিকার পর যে কারণে প্রিয়াঙ্কায় মজেছেন নিক

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অষ্টাদশী হতে না হতেই জিতে নেন বিশ্ব সুন্দরীর খেতাব, এরপর নাম লেখান বলিউডে ও পরে হলিউডে।

স্ট্রাগলের পর স্ট্রাগল করেছেন ক্যারিয়ারে। পেয়েছেন একের পর এক সাফল্য।

কিন্তু তার ব্যক্তিগত জীবনে তখন চলে রক্তক্ষরণ। প্রেমে ভেঙেছে একের পর এক। বলিউড বাদমা শাহরুখ খান থেকে অক্ষয় কুমার- একাধিক বিবাহিত নায়কের সঙ্গে নাম জুড়িয়েছে এই অভিনেত্রীর।

প্রিয়াঙ্কা নিজেই পরবর্তীতে স্বীকার করেছেন সম্পর্কে কষ্ট পেতে পেতে ‘পাপোশ’ হয়ে থাকতে হয়। আত্মসম্মান তলানিতে এসে ঠেকে। এক সময় বলিউডে কোণঠাসা হতে শুরু করেন। দীর্ঘদিনের পরিশ্রমে হিন্দি সিনেমার জগতের তৈরি করা মাটি ছেড়ে প্রিয়াঙ্কা উড়ে যান হলিউডে। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় নিক জোনাসের।

তাদের বয়সের পার্থক্য প্রায় ১১ বছরের। কিন্তু ততক্ষণে ভারতীয় অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন নিক। তিন মাসের আলাপেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

জানা যায়, নিক টুইটারে সরাসরি মেসেজ করে প্রিয়াঙ্কার নম্বর চেয়েছিলেন। যদিও সেই সময় অন্য এক সম্পর্কে ছিলেন অভিনেত্রী। সেই সম্পর্ক যে শেষের পথে তা-ও তত দিনে বুঝে গিয়েছেন প্রিয়াঙ্কা। শুরু হয় পপ তারকার সঙ্গে কথাবার্তা।  

যদিও প্রিয়াঙ্কা জীবনে আসার আগে আটজন প্রেমিকা ছিল নিকের। যার মধ্যে অন্যতম ছিলেন মাইরি সাইরাস, কেন্ডল জেনর ও সেলেনা গোমেজের মতো তারকারা। কিন্তু নিকের মন বাঁধা পড়ে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কাতেই। তার সঙ্গে সারা জীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।  

প্রিয়াঙ্কা একাধিকবার স্বামীর সঙ্গে সুখী দাম্পত্যের কথা তুলে ধরেছেন সামাজিকমাধ্যমে। শুধু তাই নয়, অভিনেত্রী জানান, স্বামী নিক আকর্ষণীয়। তার আবেদনে প্রতিনিয়ত আকৃষ্ট হন ‘দেশি গার্ল’।  

তবে জানা যায়, খুব ছোটবেলা থেকেই মধুমেহ রোগে আক্রান্ত নিক। উদ্বেগজনিত কিছু সমস্যাও রয়েছে এই গায়কের। এমন সময় সহধর্মিণী হিসেবে পাশে থাকেন প্রিয়াঙ্কা।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।