আশির দশকের জনপ্রিয় টিভি তারকা লনি অ্যান্ডারসন মারা গেছেন। রোববার (৩ আগস্ট) লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।
১৯৪৫ সালের ৫ আগস্ট মিনেসোটা রাজ্যের সেন্ট পলে জন্মান লনি অ্যান্ডারসন। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) ৭৯ বছর পূর্ণ করতেন এই অভিনেত্রী।
ভাগ্যের নির্মম পরিহাস, জন্মদিনের দুই দিন পৃথিবীর মায়া ত্যাগ করে পরবারে পাড়ি জমালেন এই তারকা অভিনেত্রী।
লনি অ্যান্ডারসনের পরিবার থেকে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, আমাদের প্রিয় স্ত্রী-মা-দাদির মৃত্যুর খবর ঘোষণা করতে গিয়ে আমরা গভীরভাবে শোকাহত।
জনপ্রিয় কমেডি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাতি’এর রিসেপশনিস্ট জেনিফার মার্লোর চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন লনি।
‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। কাহিনি ছিল ওহাইওর এক লোকসানি রেডিও স্টেশনকে, যারা নিজেদের ভবিষ্যৎ রক মিউজিকের মাধ্যমে পুনর্গঠনের চেষ্টা করছিল। লনি ছাড়াও সিরিজে অভিনয় করেছিলেন গ্যারি স্যান্ডি, টিম রিড, হাওয়ার্ড হেসম্যান, ফ্রাঙ্ক বোনার এবং জ্যান স্মিথারস।
সেই স্টেশনের রিসেপশনিস্ট চরিত্রে লনি অ্যান্ডারসন ছিলেন চিরচেনা স্বর্ণকেশী, স্মার্ট ও হাই হিল পরিহিত ‘জেনিফার মার্লো’—যিনি অসংখ্য অনাকাঙ্ক্ষিত ফোন কল ও ঝামেলা দক্ষ হাতে সামলাতেন। এ চরিত্রের জন্য লনি অ্যান্ডারসন পেয়েছিলেন দুটি এমি অ্যাওয়ার্ড মনোনয়ন এবং তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন।
শুধু টিভি সিরিজ নয়, হলিউড সিনেমায়ও অভিনয় করেছেন লনি অ্যান্ডারসন। ১৯৭৬ সালে ‘ভিজিল্যান্ট ফোর্স’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রেখেছিলেন। ‘স্ট্রোকার এইস’, ‘লনলি গাই’, ‘অল ডগস গো টু হেভেন’র মতো বেশ কটি সিনেমায় অভিনয় করেছেন লনি।
এএটি