ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

বিনোদন

৩৩ লাখ টাকায় বাসা ভাড়া নিলেন আমির খান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, আগস্ট ৬, ২০২৫
৩৩ লাখ টাকায় বাসা ভাড়া নিলেন আমির খান!

গেল কয়েকদিন ধরে বিভিন্ন কারণে আলোচনায় রয়েছেন বলিউড অভিনেতা আমির খান। দক্ষিণী অভিনেতা রজনীকান্তের ‘কুলি’ সিনেমায় তার অতিথি চরিত্র নিয়েও চলছে নানা আলোচনা।

এরইমধ্যে পাওয়া গেলো আমির খানের চারটি ফ্ল্যাট ভাড়া নেওয়ার খরব।

ভারতীয় গণমাধ্যমের খবর, আমির খান বর্তমানে যে হাউজিং সোসাইটিতে থাকেন, সেটাতে কিছু পুনর্নির্মাণের কাজ চলছে। এজন্য নতুন বাসা ভাড়া নিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।

সম্পত্তির রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির খান। পালি হিলের নার্গিস দত্ত রোডে উইলনোমনা অ্যাপার্টমেন্ট নামের একটি সোসাইটিতে এই অ্যাপার্টমেন্টগুলো অবস্থিত। ২০২৫ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত মোট পাঁচ বছরের জন্য আমির বাসা ভাড়া নিয়েছেন।

প্রতি মাসে ভাড়া বাবদ সাড়ে আমির খানকে ২৪ লাখ রুপি গুনতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ৩২ হাজার টাকা। মাসিক ভাড়া বার্ষিক ৫ শতাংশ হারে বাড়বে।

বান্দ্রার পালি হিল মুম্বাইয়ের অন্যতম বিলাসবহুল এলাকা। অসংখ্য বলিউড তারকা এবং বিত্তশালী ব্যক্তিরা এখানে বসবাস করেন। আন্ধেরি, ভারসোভা, জুহু এবং গোরেগাঁও ফিল্ম সিটির মতো নিকটবর্তী অঞ্চলে বলিউড স্টুডিওগুলোর অবস্থানের কারণে তারকাদের মধ্যে বান্দ্রার এত গ্রহণযোগ্যতা।

কিছুদিন আগে বান্দ্রার পালি হিলে বাড়ি ভাড়া নিয়েছেন শাহরুখ খান ও তার পরিবার। তারা এখন সেখানেই ভাড়া বাড়িতে থাকেন। কারণ, এই মুহূর্তে শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এর সংস্কারের কাজ চলছে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।