ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

বিনোদন

রূপের সমস্যায় যে কৌশল অবলম্বন করেন তামান্না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, আগস্ট ৮, ২০২৫
রূপের সমস্যায় যে কৌশল অবলম্বন করেন তামান্না

‘বাহুবলী’ থেকে শুরু করে ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গান-সব খানেই দর্শক মাতিয়েছেন তামান্না ভাটিয়া। ভারতের আলোচিত এই অভিনেত্রীর মসৃণ ত্বক আর টানটান গড়ন নিয়ে সর্বক্ষেত্রে হয় আলোচনা।

সম্প্রতি এই অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন তার রূপের এক গোপন সমস্যার কথা।

এক সাক্ষাৎকারে তামান্না জানান, অন্যান্য মানুষের মতোই তারও মাঝেমধ্যে ব্রণ ওঠে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি এক অভিনব কৌশল অবলম্বন করেন, যা শুনে অনেকেই অবাক। তার এমন কাণ্ডের কথা শুনে অনেকের চোখ কপালে!

অভিনেত্রী জানান, তিনি ব্রণের ওপর নিজের থুতু ব্যবহার করেন। তবে এর একটা বিশেষ নিয়ম আছে। তামান্নার কথা শুনে চমকে ওঠেন সঞ্চালক।

তামান্না বলেন, যে কোন সময় থুতু লাগালেই হবে এমনটা নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম লালা লাগালেই বেশি উপকার মেলে। এই কৌশল যে শুধু তার ক্ষেত্রেই কাজ করেছে তা নয়, এমনটা তিনি নিজেও বিশ্বাস করেন। অতীতে ব্রণ কমাতে তিনি অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মাটি মিশিয়েও ব্যবহার করেছেন।

যদিও তামান্নার পরামর্শ, উঠতি বয়সের ছেলে-মেয়েদের ত্বক সংক্রান্ত যেকোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সব ধরনের ত্বকের জন্য সব কৌশল যে সমান কার্যকরী নাও হতে পারে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।