ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

বিনোদন

আমাদের ভালোবাসা সমুদ্রের মতো গভীর: মিম 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, আগস্ট ৮, ২০২৫
আমাদের ভালোবাসা সমুদ্রের মতো গভীর: মিম 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কাজের ফাঁকে সময় পেলেই ঘুরে বেড়ান স্বামীর সঙ্গে।

কখনও আবার পরিবারের সঙ্গে বেরিয়ে পড়েন পৃথিবীর নানা প্রান্তে। হরহামেশাই অবকাশ যাপনে দেখা যায় এই নায়িকাকে। সুন্দর, সুন্দর জায়গার ছবি পোস্ট করে জানান দেন নিজের অবস্থান।

গেল ঈদুল আজহায় স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শ্রীলঙ্কা। এরপর থেকে সামাজিকযোগাযোগমাধ্যমে হরহামেশাই পোস্ট করেন দারুণ সব মুহূর্তের ছবি।  

এবার মিম স্বামীর সঙ্গে ঘুরে বেড়ানোর বেছে নিয়েছেন ভ্রমণপিপাসুদের জন্য অন্যতম প্রিয় গন্তব্য নীল জলরাশি আর দ্বীপের দেশ মালদ্বীপ। সুন্দর সুন্দর দ্বীপ, মনোমুগ্ধকর সৈকত এবং পাঁচ তারকা রিসোর্টে ভরা দেশটিতে ছুটি কাটানোর জন্য আদর্শ মনে করেছেন দেশীয় শোবিজের এই দম্পতি।

মালদ্বীপে স্বামীর সঙ্গে কাটানোর বিভিন্ন মুহূর্ত সামাজিকমাধ্যমে তুলে ধরেছেন ‘আমার আছে জল’ সিনেমার নায়িকা। ছবিতে দেখা যায়, সাদা বালির সৈকত আর নীল জলরাশির সঙ্গে ম্যাচিং করে পোশাক পরেছেন মিম ও তার স্বামী। মিম পরেন আকাশি রঙের মিডি ড্রেস, চোখে তাদের রোদ চশমার সঙ্গে ছিল হ্যাট। তার স্বামীও পরেছিলেন মানানসই পোশাক।  

তারা ধরা দিয়েছেন একাধিক রোমান্টিক লুকে। কখনও সাগরের সামনে ফটোফ্রেমে রোমান্টিক আবহে, কখনও সিনেম্যাটিক স্টাইলো দৌড়াচ্ছেন, কখনও রিসোর্টের সামনে পোজ, কখনও আবার দোলনায় দোল খাচ্ছেন মিমি আর পেছনে স্বামী সনি। এ যেন ভালোবাসার এক টুকরো ক্যানভাস।

আর ক্যাপশনেও লেখলেন তেমনটিই। মিম লেখেন, আমাদের ভালোবাসা সমুদ্রের মতো গভীর। সঙ্গে জুড়ে দেন নীল রঙের লাভ ইমোজি।  

বলা প্রয়োজন, ছয় বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালের ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন মিম। এর আগে ২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদান সেরে সামাজিকমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন মিম। তখন এ অভিনেত্রী জানান, তার হবু বর সনি পোদ্দার একজন ব্যাংক কর্মকর্তা।  

এদিকে, অনেক দিন থেকেই বড় পর্দা থেকে দূরে আছেন মিম। ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘দামাল’ ছবিতে সর্বশেষ দেখা যায় তাকে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘মিশন হান্টডাউন’-এ দেখা গেছে মিমকে। তবে মিম জানিয়েছেন, গল্প এবং চরিত্র পছন্দ হলেই তিনি সিনেমায় কাজ করবেন। অপেক্ষা করছেন ভালো গল্পের জন্য।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।