ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

বিনোদন

বুবলী ও বীরের সঙ্গে যুক্তরাষ্ট্রে, বড় ছেলেকেও মিস করছেন শাকিব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, আগস্ট ৯, ২০২৫
বুবলী ও বীরের সঙ্গে যুক্তরাষ্ট্রে, বড় ছেলেকেও মিস করছেন শাকিব

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে ছোট ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলীর ছবি প্রকাশ্যে আসায় আলোচনার ঝড় ওঠে। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে আলোচনায় দেশ সেরা এই নায়ক।

শাকিব খানের ফেসবুকের স্টোরিতে জয়ের ছবি দেওয়ায় এ আলোচনা সৃষ্টি হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে শাকিব খান তার ফেসবুক পেজের স্টোরিতে তার ছেলে আব্রাম খান জয়ের একটি ছবি শেয়ার করেন। এতে তিনি লেখেন, ‘মিস ইউ পাপা’।

গত মাসেযুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। এরপর জানা যায়, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। যাত্রার তারিখ গোপন রাখলেও রোববার (৩ আগস্ট) নিউ ইয়র্কে তাদের একসঙ্গে দেখা গেছে। শুধু তাই নয়, ঢালিউডের এই দুই তারকাকে রোমান্টিক মুডেও পাওয়া গেছে।

নিউ ইয়র্ক থেকে বুবলী নিজেই ১১টি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ছেলেকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী। কয়েকটি ছবিতে রোমান্টিক ভঙ্গিমায় ধরা দিয়েছেন তারা দুজনে। যা ঘিরে চলছে বিস্তর আলোচনা। যদি ডিভোর্সই হয়ে থাকে তবে দুজনে এত ঘনিষ্ঠ হচ্ছেন কী করে, সেই প্রশ্নও উঠছে।

তবে সেসব ছাপিয়ে এবার বড় ছেলে জয়কে মিস করার বিষয়টি আলোচনায় অনুরাগীদের মাঝে। আরও কিছুদিন নাকি যুক্তরাষ্ট্রে থাকবেন শাকিব। এমন সময় নিজের বড় ছেলের প্রতি আবেগঘন হয়ে পড়লেন এই নায়ক; তাকে মিস করতে শুরু করলেন। বিষয়টি অনেকেই প্রশংসার চোখে দেখছেন।  

এদিকে আসছে সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করার কথা রয়েছে শাকিবের, যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে। এরপর এই নায়ক শুরু করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত পরিচালিত আরও একটি সিনেমা, এটি মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।